15688

04/22/2025 ট্রাকের ভেতর মিলল ৯৬ কেজি গাঁজা, আটক ৪

ট্রাকের ভেতর মিলল ৯৬ কেজি গাঁজা, আটক ৪

রাজ টাইমস

২১ সেপ্টেম্বর ২০২৩ ১৭:৫২

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার হরিপুর বোর্ডঘর এলাকা থেকে ৯৬ কেজি গাঁজা ও একটি ট্রাকসহ চারজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার হরিপুর বোর্ডঘর এলাকায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ সড়কের পূর্ব পার্শ্বে একটি ট্রাকে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ ৪ জনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন–শিবগঞ্জ উপজেলার মির্জাপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে ট্রাক ড্রাইভার মিঠুন (৩০), একই উপজেলার চত্তকিত্তী কালপাড়া গ্রামের জাহাঙ্গীরের ছেলে আল আমিন (১৯), শাহবাজপুর ইউনিয়নের আব্দুল আলিম এর ছেলে তারেক (২৭) ও বালিয়াদিঘী দক্ষিণপাড়া গ্রামের জালাল উদ্দীনের ছেলে শহিদুল ইসলাম (৩০)।

প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক মোহাম্মদ আনিছুর রহমান খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি কুমিল্লা থেকে ছেড়ে আসা ঢাকা মেট্রো ট-২৪-৫৫৭৮ রেজিস্ট্রেশন একটি লবণ ভর্তি ট্রাকে বিপুল পরিমাণ গাঁজা চাঁপাইনবাবগঞ্জে আসছে। ট্রাকটি থামিয়ে তল্লাশি করে ট্রাকের ব্যাক ডালার লবণের নিচ থেকে গাঁজাগুলো পাওয়া যায়। এসময় ট্রাকের ড্রাইভার ও ট্রাকসহ চারজনকে আটক করা হয়। এ ঘটনায় চারজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]