1569

09/21/2024 বিআরটিসি বন্ধের দাবিতে কর্মবিরতির ঘোষনা

বিআরটিসি বন্ধের দাবিতে কর্মবিরতির ঘোষনা

নিজস্ব প্রতিবেদক

২৬ অক্টোবর ২০২০ ২০:৪৬

এক নভেম্বর থেকে আট দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষনা দিয়েছে রাজশাহী বিভাগীয় পরিবহন মালিক সমিতি। বিভাগের আট জেলায় একযোগে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করা হবে। গত শনিবার রাজশাহী ও বগুড়ায় পরিবহন মালিক সমিতির নেতৃবৃন্দর সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় এ সিদ্ধান্ত গৃহিত হয়। 

বিভাগীয় সড়ক পরিবহন মালিক সমিতির পক্ষ থেকে জানানো হয় ৩১ অক্টোবরের মধ্যে উপজেলা পর্যায়ে বিআরটিসি বাস চলাচল বন্ধসহ আট দফা দাবিতে তারা এই অনির্দিষ্টকালের কর্মবিরতির পালন করবে। 

সূত্র জানায়, সড়ক পরিবহন মালিক সমিতির মূল দাবি উপজেলা পর্যায়ে বিআরটিসি বাস চলাচল বন্ধ করা। ইতোমধ্যে রাজশাহী, বগুড়া, জয়পুরহাটে বিএরটিসির বাস সার্ভিস চালু হয়েছে।

পরিবহন মালিক সমিতির দাবি-বিএরটিসি বাসগুলো চলাচল করায় যাত্রী সঙ্কট সৃষ্টি হয়েছে। এতে করে বেকায়দায় পড়েছেন পরিবহন সংশ্লিষ্টরা।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]