15741

04/21/2025 ইয়াবা ও গাঁজাসহ ছাত্রলীগ নেতা গ্রেফতার

ইয়াবা ও গাঁজাসহ ছাত্রলীগ নেতা গ্রেফতার

রাজ টাইমস

২৪ সেপ্টেম্বর ২০২৩ ০৮:৫৪

কুমিল্লায় ইয়াবা-গাঁজাসহ মেহেদী হাসান (২৫) নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার বিকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার রাতে নগরীর ২২ নম্বর ওয়ার্ডের শ্রীবল্লভপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতির প্রস্তুতি, চুরি, ছিনতাই ও মাদকসহ থানায় সাতটি মামলা রয়েছে।

মেহেদী হাসান শ্রীবল্লভপুর এলাকার খোকন মিয়ার ছেলে। তিনি ২২ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম আহ্বায়কের দায়িত্বে রয়েছেন।

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি মোহাম্মদ আলমগীর ভূঁঞা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে শ্রীবল্লভপুর এলাকায় অভিযান চালিয়ে মেহেদী হাসানকে গ্রেফতার করা হয়।

তার কাছ থেকে ৬ হাজার ২০০ পিস ইয়াবা, দুই কেজি গাঁজা, নগদ ২৪ হাজার ৬০০ টাকা এবং দুইটি পাসপোর্ট জব্দ করা হয়। এছাড়া মাদক বেচাকেনার কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতির প্রস্তুতি, চুরি, ছিনতাই ও মাদকসহ সদর দক্ষিণ থানায় মোট সাতটি মামলা রয়েছে।

সূত্র: যুগান্তর

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]