15743

05/21/2024 রাজধানীতে অতর্কিত হামলায় ছাত্রদলের পাঁচ নেতা আহত

রাজধানীতে অতর্কিত হামলায় ছাত্রদলের পাঁচ নেতা আহত

রাজ টাইমস

২৪ সেপ্টেম্বর ২০২৩ ০৯:০৬

রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে অতর্কিত হামলায় ছাত্রদলের পাঁচ নেতা আহত হয়েছেন। আহতদের অভিযোগ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ১৪-১৫ জন নেতাকর্মী মোটরসাইকেলে এসে ‘এখানে কী করিস তোরা’ বলেই তাদের ওপর হামলা চালায়। হামলাকারীদের কয়েকজন এ এফ রহমান হলের জার্সি পরিহিত ছিল। তবে কাউকে চিনতে পারেননি তারা। শনিবার রাত সাড়ে আটটার দিকে জাদুঘরের সামনে চা দোকানে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক নাদির শাহ পাটোয়ারী, সহ-সাধারণ সম্পাদক রেজোয়ান, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শরিফ প্রধান শুভ, বিজয় একাত্তর হলের সভাপতি সোহেল রানা এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সম্পাদক আল আমিন। তারা কাকরাইল ইসলামী ব্যাংক হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

আহত সোহেল রানা বলেন, আমরা জাদুঘরের সামনে আড্ডা দিচ্ছিলাম। হঠাৎ করে ছয়-সাতটা মোটরসাইকেলে ১৪-১৫ জন এসে ‘তোরা এখানে কী করিস’ বলেই আমাদের ওপর হামলা চালায়। আমাদের উত্তর দেওয়ার সুযোগও দেয়নি। তারা চড়-থাপ্পড় ঘুষি দিতে শুরু করে। এতে শরীফ প্রধান বেশি আহত হয়েছেন, তার মাথা ফেটে গেছে। আমাদের বসতে দিয়েছে কেন সেজন্য চা দোকানদারকেও হুমকি দেয়। পরে আমরা আত্মরক্ষায় সরে আসি।

তিনি অভিযোগ করে বলেন, ‘তাদের কয়েকজন এফ রহমান হলের জার্সি পরা ছিল। তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ ব্যাপারে নিশ্চিত।’

বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি খোরশেদ আলম সোহেল বলেন, ছাত্রলীগ আমাদের আড্ডারত নেতাকর্মীদের ওপর হামলা করেছে। এ রকম হামলার পরিণতি কখনও ভালো হবে না।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত বলেন, এ রকম কোনো ঘটনা শুনিনি। হামলার প্রশ্নই আসে না।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]