15749

04/22/2025 নওগাঁয় বজ্রাঘাতে দুই নারীসহ ৩ জনের মৃত্যু

নওগাঁয় বজ্রাঘাতে দুই নারীসহ ৩ জনের মৃত্যু

রাজ টাইমস

২৪ সেপ্টেম্বর ২০২৩ ১১:০২

মাঠে কাজ করার সময় ও নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রাঘাতে দুই নারীসহ তিন জনের মৃত্যু হয়েছে। শনিবার (২৩ সেপ্টেম্বর) বিকালে  মহাদেবপুর ও পোরশা উপজেলায় পৃথক বজ্রাঘাতে তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন- মহাদেবপুর উপজেলার রাইগাঁ ইউনিয়নের সিলিমপুর গ্রামের নেপাল পাহানের স্ত্রী শ্রীমতি পাহান (২৭) ও একই গ্রামের মৃত সুবেন্দ্রনাথ পাহানের স্ত্রী সবানী পাহান (৬৫) এবং পোরশার চকবিষ্ণপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে রফিকুল ইসলাম (৫০)।

স্থানীয়দের বরাত দিয়ে মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, ‘শ্রীমতি পাহান ও সবানী পাহান বাড়ির পাশে মাঠে কাজ করছিলেন। এ সময় বৃষ্টির সঙ্গে হঠাৎ বজ্রাঘাতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তারা মারা যান।’

পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম বলেন, ‘রফিকুল ইসলাম দুপুরে বাড়ি থেকে বের হয়ে পুনর্ভবা নদীতে মাছ ধরতে যান। মাছ ধরার সময় বৃষ্টি শুরু হলে হঠাৎ বজ্রাঘাতের ঘটনা ঘটে। এতে রফিকুল মারা যান।’

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]