15758

05/19/2024 রাজশাহীতে পরিচয়ের সাহিত্য বিষয়ক মুক্ত আলাপ অনুষ্ঠিত

রাজশাহীতে পরিচয়ের সাহিত্য বিষয়ক মুক্ত আলাপ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

২৪ সেপ্টেম্বর ২০২৩ ২১:০১

পরিচয় সংস্কৃতি সংসদ রাজশাহীর আয়োজনে সম্প্রতি অনুষ্ঠিত হলো 'বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাম্প্রতিক সাহিত্য চর্চা ' বিষয়ে মুক্ত আলাপ। পরিচয় প্রাঙ্গণ মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতি ছিলেন পরিচয় সংস্কৃতি সংসদের প্রধান উপদেষ্টা কথাশিল্পী নাজিব ওয়াদুদ।

অতিথি ছিলেন পশ্চিমবঙ্গের কথাসাহিত্যিক সেখ আবদুল মান্নান। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন পরিচয় সংস্কৃতি সংসদের সভাপতি কবি ও গবেষক প্রফেসর ড. মাহফুজুর রহমান আখন্দ।

প্রাণবন্ত আলোচনায় অংশগ্রহণ করেন কবি এরফান আলী এনাফ, শিশুসাহিত্যিক আসাদুল্লাহ মামুন, অনুকার সম্পাদক ড. সামিউল ইসলাম, নতুন একমাত্রার নির্বাহী সম্পাদক ড. ফজলুল হক তুহিন, রম্যলেখক শেখ তৈমুর আলম, কথাকার মঈন শেখ, গল্পকার মনির বেলাল, কবি ড. মঞ্জিলা শরীফ, শড়কী সম্পাদক কবি সাবের রাহী, অধ্যাপক শওকত আরিফ, কবি ফারহানা শরমিন জেনী, গীতিকার সুরকার শিল্পী শোয়েব আলী, কবি আবদুর রাজ্জাক রিপন, কবি ও গবেষক ড. সায়ীদ ওয়াকিল, কবি জাহানারা বেগম, কবি সালেকুর রহমান সম্রাট, কবি লিটন হালিম প্রমুখ।

আলোচকগণ বলেন, বিশ্বায়ন ও তথ্যপ্রযুক্তি অবাধ প্রবাহের কারণে চর্চার গভীরতা যেমন ক্ষুন্ন হচ্ছে তেমনি মনোযোগী পাঠকের অভাব ও সমালোচকের সংখ্যাও কমে যাচ্ছে। তরুণ প্রজন্মের অনেকেই এখন বই বিমুখ। ভাষা ও সাহিত্য চর্চা এখন অনেকাংশে চ্যালেঞ্জের মুখোমুখি।

এমতাবস্থায় লেখকদের আরো সচেতনভাবে দায়বদ্ধতার সাথে লেখালেখিতে মনোযোগী হতে হবে। যুগের চাহিদার আলোকে নৈতিক মূল্যবোধ ও দেশপ্রেমের সাহিত্য বিনির্মাণে আরো দক্ষতার সাথে কাজ করতে হবে। অনুষ্ঠান শেষে রাজশাহীর ঐতিহ্যবাহী খাবার কালাইরুটি দিয়ে সবাইকে মেহমানদারি করা হয়।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]