1576

09/21/2024 প্রোটিয়া ক্রিকেট বোর্ডের সব সদস্যের পদত্যাগ

প্রোটিয়া ক্রিকেট বোর্ডের সব সদস্যের পদত্যাগ

রাজটাইমস ডেস্ক

২৭ অক্টোবর ২০২০ ০১:১৮

একই সাথে পদত্যাগ করেছেন দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের (সিএসএ) সব সদস্য। খবর-ক্রিকবাজ

সোমবার (২৬ অক্টোবর) সকালে একসঙ্গে পদত্যাগ করলেন বোর্ডের ১০ সদস্য।

ইতিপূর্বে, রবিবার (২৫ অক্টোবর) একই সঙ্গে পদত্যাগ করেছিলেন দেশটির ক্রিকেট বোর্ডের ছয় পরিচালক।

বোর্ড সদস্যদের পদত্যাগের বিষয়টি টুইটারে নিশ্চিত করেছে ক্রিকেট সাউথ আফ্রিকার (সিএসএ)।

দক্ষিণ আফ্রিকান ক্রিকেটের শীর্ষ সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা মেম্বারস’ কাউন্সিলের পুরো বোর্ডকে সরে দাঁড়ানোর নির্দেশে বোর্ড সদস্যদের এই পদত্যাগ।

বোর্ডের পরিচালক ও সদস্যদের পদত্যাগের বিষয়ে এক বিবৃতিতে সিএসএ বলেছে, ‘আলোচনায় বলা হয়েছিল যে, দক্ষিণ আফ্রিকার ক্রিকেটের ভালোর জন্য পুরো বোর্ডেরই পদত্যাগ করা উচিত। আজ সকালে সেটিই ঘটল। বোর্ডের সব পরিচালকই দায়িত্ব ছেড়ে দিয়েছেন।
 
যেসব পরিচালক বোর্ড থেকে পদত্যাগ করেছেন তারা হলেন বোর্ডের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট বেরেসফোর্ড উইলিয়ামস, একজন স্বতন্ত্র সদস্য দেভেন ধর্মলিঙ্গাসহ পাঁচজন পরিচালক। দলীয় পরিচালক জোলা থামাই এবং তিন স্বতন্ত্র পরিচালক ইউগেনিয়া কুমা আমেয়াও, মরিস স্কোম্যান ও ভুয়োকাজি মেমানি সেডিল। 

প্রসঙ্গত, এক জটিলতায় সম্মুখীন হয়েছে প্রোটিয়া ক্রিকেট। দেশটির ক্রিকেট বোর্ডের জন্য দেশটির স্পোর্টস ফেডারেশন এবং অলিম্পিক কমিটির নির্দেশনা মেনে অন্তর্বর্তীকালীন একটি নতুন পরিচালন কমিটি ঠিক করতে বলা হয়েছিল। তবে তখন পুরনো কমিটি ভাঙতে রাজি হয়নি ক্রিকেট সাউথ আফ্রিকা।

ফলে সৃষ্ট জটিলতা অবসানে বিষয়টিকে দক্ষিণ আফ্রিকার ক্রীড়ামন্ত্রী নাথি থেতওয়ার কাছে হস্তান্তর করে অলিম্পিক কমিটি। তখন ক্রিকেট সাউথ আফ্রিকাকে ‘ন্যাশনাল স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন অ্যাক্ট’ অমান্য করার যথাযথ কারণ দেখানোর জন্য মঙ্গলবার পর্যন্ত সময় বেঁধে দেন ক্রীড়ামন্ত্রী।

বোর্ড পরিচালক ও সদস্যদের পদত্যাগে এখন অন্তর্বর্তীকালীন কমিটি গঠনে আর বাধা রইল না।  

ইতিমধ্যে, একজন ক্রিকেটারকে সাথে রেখে নাথি থেতওয়ার নির্দেশ দিয়েছেন, মঙ্গলবারের মধ্যে অন্তর্বর্তীকালীন কমিটি গঠন করে ভবিষ্যৎ পরিকল্পনার ব্যাপারে জানাতে।

  • এসএইচ


 

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]