15763

03/16/2025 ইমরান খানকে বাদ দিয়ে নির্বাচন জনগণ মেনে নেবে না: পিটিআই

ইমরান খানকে বাদ দিয়ে নির্বাচন জনগণ মেনে নেবে না: পিটিআই

রাজ টাইমস

২৫ সেপ্টেম্বর ২০২৩ ১২:০৪

পাকিস্তানে ইমরান খানকে মাইনাস করে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হতে পারে। বার্তা সংস্থা এপিকে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেছেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী আনোয়ারুল হক কাকার। তিনি আরও বলেছেন, আমরা কোনো ব্যক্তির বিরুদ্ধে প্রতিশোধ নিচ্ছি না। বিচার বিভাগকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা উচিত নয়। ইমরান খানের দল পাকিস্তান তেহরিকে ইনসাফের (পিটিআই) যেসব নেতাকর্মী বেআইনি কর্মকাণ্ডে জড়িত নন, তারা নির্বাচনে অংশ নিতে পারবেন। এ খবর দিয়েছে অনলাইন জিও নিউজ।

উল্লেখ্য, তোষাখানা মামলায় অভিযুক্ত হয়ে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান তিন বছরের জেল মাথায় নিয়ে এখন কুখ্যাত অ্যাটক জেলে বন্দি। তাকে এবং তার দলের কয়েকশত সদস্য যারা জেলে আছেন, তাদেরকে ছাড়াই অবাধ ও সুষ্ঠু নির্বাচন হতে পারে বলে মন্তব্য করেন আনোয়ারুল হক কাকার। তিনি বলেছেন, এর কারণ, তারা আইনবিরুদ্ধ কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন। এর মধ্যে আছে ভাংচুর এবং অগ্নিসংযোগ।

গত ৯ই মে ইমরান খানকে ১৯ কোটি পাউন্ডের একটি সেটেলমেন্ট মামলায় গ্রেপ্তার করা হয়। এরপরই সারাদেশে ভয়াবহ সহিংসতা চালায় তার দলের শত শত নেতাকর্মী ও সিনিয়র নেতা।

এর মধ্যে আছে সামরিক স্থাপনাও। এসব ব্যক্তিকে গ্রেপ্তার করে জেলে পাঠানো হয়েছে। সহিংসতার সময় দুর্বৃত্তরা বেসামরিক স্থাপনা এবং সামরিক স্থাপনাকেও টার্গেট করে। এর মধ্যে রয়েছে রাওয়ালপিণ্ডিতে জিন্নাহ হাউস ও সেনা সদর দফতর। ৯ই মে’কে কালো দিবস হিসেবে ঘোষণা করেছে সেনাবাহিনী। জড়িতদের বিচার সেনা আইনে করার সিদ্ধান্ত নিয়েছে। এসব বিষয়ে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী কাকার বলেন, পিটিআইয়ের ওইসব কর্মী, যারা জেলে আছেন, তারা অগ্নিসংযোগ, ভাংচুর এবং অন্য বেআইনি কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন। তবে দলটির যে হাজার হাজার নেতাকর্মী এই বেআইনি কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন না তারা আসন্ন নির্বাচনে অংশ নিতে পারবেন।

তার কাছে জানতে চাওয়া হয়েছিল পিটিআই যাতে ক্ষমতায় আসতে না পারে সেজন্য নির্বাচনে সেনাবাহিনী জালিয়াতি করবে এমন একটি দৃষ্টিভঙ্গি আছে। এর জবাবে প্রধানমন্ত্রী আনোয়ারুল হক কাকার বলেন, আমি মনে করি এই অভিযোগ পুরো উদ্ভট। নির্বাচন করবে নির্বাচন কমিশন, সেনাবাহিনী নয়। তাছাড়া নির্বাচন মনিটরিং করবে তত্ত্বাবধায়ক সরকার এবং এ প্রক্রিয়ায় সহায়তা দেবে সরকার। তিনি আরও বলেন, এখনকার প্রধান নির্বাচন কমিশনার সিকান্দার সুলতান রাজাকে নিয়োগ দিয়েছেন ইমরান খান। কেন তিনি তার বিরুদ্ধে অবস্থান নিতে যাবেন?

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা কারো বিরুদ্ধে ব্যক্তিগত প্রতিশোধ নিতে যাচ্ছি না। তিনি সতর্ক করেন, যদি পিটিআই চেয়ারম্যান বা তার দলের কোনো রাজনীতিক আইন ও বিধিবিধান ভঙ্গ করেন, তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। তিনি আরও বলেন, আদালতের রায়ে তিনি হস্তক্ষেপ করবেন না।

তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী আনোয়ারুল হক কাকারের এমন মন্তব্যের কড়া সমালোচনা করেছে পিটিআই। এর একজন মুখপাত্র বলেছেন, ইমরান খান বা পিটিআইকে বাদ দিয়ে জাতীয় নির্বাচন হবে অসাংবিধানিক ও অনৈতিক। তিনি আরও দাবি করেন সবচেয়ে বড় রাজনৈতিক দল হলো পিটিআই। আর ইমরান খান হলেন পাকিস্তানের সবচেয়ে জনপ্রিয় নেতা। তাকে বাদ দিয়ে জনগণ এমন নির্বাচন মেনে নেবে না। তিনি আরও বলেন, অশুভ শক্তি থেকে তত্ত্বাবধায়ক সরকারকে পৃথক থাকা উচিত।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]