15784

05/09/2025 দেশত্যাগী ভারতীয়দের কাছে যুক্তরাষ্ট্রের পরেই কদর বেশি কানাডার

দেশত্যাগী ভারতীয়দের কাছে যুক্তরাষ্ট্রের পরেই কদর বেশি কানাডার

রাজ টাইমস

২৬ সেপ্টেম্বর ২০২৩ ০৯:০২

দেশত্যাগী ভারতীয়দের কাছে যুক্তরাষ্ট্রের পরেই সবচেয়ে বেশি কদর কানাডার। গত সাড়ে ৫ বছরে ১ লাখ ৬১ হাজার ৯১৭ ভারতীয় দেশত্যাগী হয়ে কানাডার নাগরিকত্ব গ্রহণ করেছেন। এই সাড়ে পাঁচ বছরে ভারতীয় নাগরিকত্ব ছেড়ে বিদেশে চলে গেছেন ৮ লাখ ৩৯ হাজার ৮৫০ জন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাখিল করা প্রতিবেদনে এই তথ্য দেওয়া হয়েছে।

খালিস্তানি আন্দোলনকারী হরদীপ সিং নিজ্জরের হত্যাকাণ্ডকে কেন্দ্র করে ভারত-কানাডা সম্পর্কে স্থায়ী অবনতি ঘটলে গন্তব্য হিসেবে কানাডার ওই কদর ভারতীয়দের কাছে থাকবে কি না সন্দেহ। কিন্তু ধারাবাহিকতার নিরিখে দেশত্যাগী ভারতীয়দের কাছে যুক্তরাষ্ট্রের পর কানাডার গ্রহণযোগ্যতাই সবচেয়ে বেশি। তৃতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া, চারে যুক্তরাজ্য।

সংসদে পেশ করা পররাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকায় দেখাচ্ছে, ২০১৮ সালের জানুয়ারি থেকে চলতি বছরের জুন পর্যন্ত প্রায় ৮ লাখ ৪০ হাজার মানুষ ভারতের নাগরিকত্ব ছেড়ে বিদেশের নাগরিকত্ব গ্রহণ করেছেন। পৃথিবীর মোট ১১৪টি দেশ ভারতীয়দের গন্তব্য হলেও যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্যের আকর্ষণ সবচেয়ে বেশি। নিউজিল্যান্ডেও এই সময়ে থিতু হয়েছেন প্রায় ২৩ হাজার ভারতীয়।

নিজ্জর হত্যাকাণ্ডের পর কানাডার হিন্দু ভারতীয়দের দেশছাড়া করার হুমকি দিয়েছে সে দেশের খালিস্তানপন্থী বিচ্ছিন্নতাবাদী শিখ সম্প্রদায়ের একাংশ। সেই হুমকি ও প্রধানমন্ত্রী ট্রুডোর অভিযোগের পর ভারতীয় নাগরিক ও অভিবাসীদের সজাগ ও সতর্ক থাকার নির্দেশ জারি করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

ভারতের পক্ষে স্বস্তির কথা, কানাডার শিখ সম্প্রদায়ের মধ্য থেকেই ওই হুমকির বিরোধিতা শুরু হয়েছে। কানাডা সরকারও তা রুখতে সচেষ্ট।

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]