15823

03/16/2025 বিভিন্ন দেশের ২৮ কোম্পানির ওপর মার্কিন নিষেধাজ্ঞা

বিভিন্ন দেশের ২৮ কোম্পানির ওপর মার্কিন নিষেধাজ্ঞা

রাজ টাইমস ডেস্ক :

২৭ সেপ্টেম্বর ২০২৩ ১০:৪১

বিশ্বের বিভিন্ন দেশের ২৮ কোম্পানির ওপর বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ করছে যুক্তরাষ্ট্র। সোমবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন এ তথ্য জানায়।

মার্কিন বাণিজ্য মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞার আওতায় আসা কোম্পানিগুলোর মধ্যে ১০টি চীনা ও পাঁচটি রুশ কোম্পানি রয়েছে। এছাড়া ফিনল্যান্ডের তিনটি, পাকিস্তানের ৫টি, ওমান ও আরব আমিরাতের দুটি এবং জার্মানির একটি কোম্পানি এই নিষেধাজ্ঞার আওতায় পড়েছে।

প্রতিষ্ঠানগুলো ইউক্রেন যুদ্ধে রাশিয়ার জন্য ড্রোন তৈরিতে ব্যবহৃত খুচরা যন্ত্রাংশ তৈরি করে বলে অভিযোগ করা হয়েছে। ফলে তাদের কাছে প্রযুক্তি রপ্তানি করতে পারবে না মার্কিন সরবরাহকারীরা।

এক বিবৃতিতে মার্কিন বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি নিয়ন্ত্রণ বিভাগের প্রধান অ্যালান এস্তেভেজ বলেছেন, যারা ইউক্রেনে পুতিনের অবৈধ ও অনৈতিক যুদ্ধে সরঞ্জাম সরবরাহ ও সমর্থন করবে তাদের বিরুদ্ধে দ্রুত ও অর্থপূর্ণ ব্যবস্থা নিতে আমরা কোনো দ্বিধা করব না।

এর আগে গত মঙ্গলবার তেহরানের ড্রোন ও সামরিক বিমান নির্মাণকে কেন্দ্র করে ইরান, রাশিয়া, চীন ও তুরস্কের সাত ব্যক্তি ও চার প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দেয় ওয়াশিংটন।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]