1587

09/19/2024 প্রথম আলোর অনুষ্ঠানে আবরারের মৃত্যু: শুনানি ১২ নভেম্বর

প্রথম আলোর অনুষ্ঠানে আবরারের মৃত্যু: শুনানি ১২ নভেম্বর

রাজটাইমস ডেস্ক

২৭ অক্টোবর ২০২০ ২০:০৭

পেছানো হল ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের শিক্ষার্থী নাইমুল আবরার রাহাতের মৃত্যু মামলার চার্জ গঠনের শুনানীর দিন।

প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান এবং সাময়িকী ‘কিশোর আলো’র সম্পাদক ও লেখক আনিসুল হকসহ ১০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ পিছিয়ে পরবর্তী শুনানির জন্য ১২ নভেম্বর দিন ধার্য করা হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) ঢাকা মহানগর দায়রা জজ বিচারক কেএম ইমরুল কায়েশের আদালত এ আদেশ দেন।

বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল।

এপিপি জানান, আজ মঙ্গলবার মামলার অভিযোগ গঠন আদেশের দিন ধার্য ছিল। কিন্তু বিচারিক আদেশ প্রস্তুত করতে না পারায় পুনরায় অভিযোগ গঠন শুনানির আদেশের দিন ঠিক করে দেন। 

মামলায় বাকি আসামীরা হলেন, আসামিরা হলেন− কবির বকুল, শুভাশিষ প্রামাণিক শুভ, মহিতুল আলম পাভেল, শাহপরান তুষার, জসিমউদ্দিন অপু, মোশারফ হোসেন, সুজন ও কামরুল হায়দার।

প্রসঙ্গত, গত বছরের ৬ নভেম্বর প্রথম আলো ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের ক্যাম্পাসে পত্রিকারটির সাময়িকী কিশোর আলোর সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে বিদ্যুৎস্পর্শ হয় নাইমুল আবরার। পরে তার মৃত্যু হয়। এ ঘটনায় শুরু থেকেই আয়োজকদের অব্যবস্থাপনাকে দায়ী করে আসছেন ওই কলেজের শিক্ষার্থীরা।

এই ঘটনায় পত্রিকার সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে মামলাটি করেন নাইমুলের বাবা মুজিবুর রহমান।

  • এসএইচ

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]