03/16/2025 আমরা পাশ্চাত্য মতাদর্শে বিশ্বাসী নই, তবে পশ্চিমা বিরোধীও না : ভারতের পররাষ্ট্রমন্ত্রী
রাজ টাইমস ডেস্ক :
৩০ সেপ্টেম্বর ২০২৩ ১৮:৪৮
আমেরিকায় দাঁড়িয়েই ভারতের মতাদর্শ নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করলে দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর। তিনি বলেন, ভারত পাশ্চাত্য মতাদর্শে বিশ্বাসী না হতে পারে, তবে ভারত পশ্চিম বিরোধী মোটেও নয়।
শুক্রবার ওয়াশিংটন ডিসিতে ‘প্রশান্ত মহাসাগর অঞ্চলে নতুন অর্ডার তৈরির ক্ষেত্রে ভারতের ভূমিকা’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।
পশ্চিমা বিশ্ব নিয়ে ভারত কী ভাবে? এ নিয়ে জয়শংকর বলেন, ‘ভারতের দৃষ্টিভঙ্গির দিক থেকে বললে আমি এটা স্পষ্ট করে দিতে চাই, ভারত অ-পশ্চিমী, তবে পশ্চিম বিরোধী নয়।’ অর্থাৎ, ভারত পাশ্চাত্য মতাদর্শে বিশ্বাসী না হতে পারে, তবে ভারত পশ্চিম বিরোধী মোটেও নয়।
বর্তমান বিশ্বের গঠন প্রসঙ্গে কথা বলতে গিয়ে জয়শংকর বলেন, ‘আজ যে পৃথিবীতে আমরা থাকি তার অনেকটাই পশ্চিমা বিশ্বের দ্বারা প্রভাবিত। তবে যদি বিশ্বের অগ্রগতির পথের দিকেই নজর দেয়া হয়, তাহলে দেখা যাবে বিগত ৮০ বছরে তাতে আমূল পরিবর্তন এসেছে। সদ্য সমাপ্ত জি২০ শীর্ষ সম্মেলন তার অন্যতম উদাহরণ। তাই এই জি২০ সম্মেলন থেকেই যে কেউ দেখতে পারবে যে পৃথিবী কোন পথে বদলে যাচ্ছে।’
জয়শংকর আরো বলেন, ‘আমরা এগিয়ে যেতে চাই। জলবায়ু পরিবর্তন নিয়ে আমরা যথেষ্ট উদ্বিগ্ন এবং এটার ওপর গুরুত্ব দিয়ে থাকি। দীর্ঘমেয়াদী উন্নয়নের পথ খুঁজে বের করতে হলে আমাদের সেই অর্থনৈতিক শক্তিরও প্রয়োজন।’
এরপর বিশ্বের ‘অর্ডার’ বদল নিয়ে জয়শংকর বলেন, ‘আমরা বিশ্বাস করি, পরিবর্তনের প্রয়োজন রয়েছে। জাতিসঙ্ঘের নিরাপত্তা পরিষদে এমন একটি দেশকে স্থায়ী সদস্য করা হচ্ছে না যারা বিশ্বের বৃহত্তম গণতন্ত্র, বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি। যে মহাদেশে ৫০টিরও বেশি দেশ, সেই মহাদেশের কোনো সঠিক প্রতিনিধিত্ব এই পরিষদে নেই। এই অবস্থায় জাতিসঙ্ঘের বিশ্বাসযোগ্যতা নিয়ে তো প্রশ্ন উঠবেই।’
জয়শংকর বলেন, ‘আমরা নিয়মের আমল করতে চাই। জাতিসঙ্ঘের চার্টার মেনেই চলতে চাই। তবে কথা হলো, এখনো গুটিকয়েক দেশ গোটা বিশ্বের অ্যাজেন্ডা পরিচালনা করছে। এটা তো অনির্দিষ্টকালের জন্য চলতে থাকতে পারে না। আমরা যদি এদিকে নজর দিই, তাহলে একটি গণতান্ত্রিক সামঞ্জস্যপূর্ণ অর্ডার তো তৈরি হবে।’
সূত্র : হিন্দুস্তান টাইমস