1594

09/19/2024 ফ্রান্স চরমপন্থাকে উসকে দিচ্ছে : ইরান

ফ্রান্স চরমপন্থাকে উসকে দিচ্ছে : ইরান

রাজটাইমস ডেস্ক

২৭ অক্টোবর ২০২০ ২৩:৪১

ধর্মীয় বিদ্বেষ ছড়িয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর বিরুদ্ধে চরমপন্থা উসকে দেয়ার অভিযোগ করেছে ইরান। খবর আলজাজিরার।

মহানবী হজরত মুহাম্মদকে (স.) ব্যঙ্গ করে কার্টুন প্রকাশের পক্ষে অবস্থান নেয়ায় এই মন্তব্য করেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ।

এক টুইটে জারিফ বলেন ঔপনিবেশিক রাষ্ট্রগুলোর মদদে, তাদেরই নিজেদের খদ্দেরদের পাঠানো এই ঘৃণার চক্রের প্রাথমিক লক্ষ্য হচ্ছে মুসলমানরা।

ফ্রান্সের বর্তমান অবস্থান চরমপন্থাকেই উসকে দেয় জানিয়ে জাভেদ জারিফ আরও লেখেন– ঘৃণ্য চরমপন্থীদের অপরাধের দায় বিশ্বের ১৯০ কোটি মুসলমানের ওপর চাপিয়ে তাদের অপমান করা বাকস্বাধীনতার সুবিধাবাদী লঙ্ঘন।

প্রসঙ্গত, ইউরোপের দেশ ফ্রান্সে মহানবী মুহাম্মদের (স.) ব্যঙ্গাত্মক কার্টুন নিয়ে আলোচনা করায় ফ্রান্সে এক শিক্ষক হত্যাকাণ্ডের শিকার হন। এ ঘটনায় গোটা দেশে ক্ষোভ দেখা দেয়। এর জেরে একটি মসজিদ বন্ধ করে দেয় ফ্রান্স সরকার। এ ছাড়া প্যারিসে হিজাব পরিহিত দুই নারীও ছুরিকাঘাত হন।

কিন্তু দেশটির প্রেসিডেন্ট চরমপন্থার পক্ষে অবস্থান নেয়ায় মুসলিম বিশ্বে ক্ষোভ আরো প্রবল হয়। ক্ষুব্ধ প্রতিক্রিয়ার পর ম্যাক্রোঁ মৌলবাদী ইসলামের বিপরীতে দেশের ধর্মনিরপেক্ষ মূল্যবোধ সমুন্নত রাখা নিয়ে দৃঢ়কণ্ঠে কথা বলেছেন।

এদিকে, এই ঘটনায় দেশটি ব্যাপক সাইবার হামলার শিকার হয়। ফ্রান্সের এ অবস্থানের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ফরাসি পণ্য বয়কটের ডাক দিয়েছে কাতার ও কুয়েতসহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ। তুরস্কের প্রেসিডেন্ট এরদোগন ও পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানও ম্যাক্রোঁর কড়া সমালোচনা করেছেন।

  • এসএইচ
প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]