1601

03/15/2025 অবরোধ ভেঙে নির্বাচনী গণসংযোগ করেছেন বিএনপি প্রার্থী

অবরোধ ভেঙে নির্বাচনী গণসংযোগ করেছেন বিএনপি প্রার্থী

রাজটাইমস ডেক্স

২৮ অক্টোবর ২০২০ ১৪:৫৫

আওয়ামী লীগের অবরোধ ভেঙ্গে মঙ্গলবার নির্বাচনী গণসংযোগ করেছেন সিরাজগঞ্জ-১ উপ-নির্বাচনে বিএনপির প্রার্থী সেলিম রেজা। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান।


শায়রুল কবির খান বলেন, সিরাজগঞ্জ-১ সংসদীয় আসনের উপনির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতিকের প্রার্থী সেলিম রেজা মঙ্গলবার দুপুরে নিজ বাড়িতে আওয়ামী বাহিনীর অবরোধ ভেঙে নির্বাচনী গণসংযোগ করেছেন। প্রথমে তিনি স্থানীয় নেতৃবৃন্দেরকে নিয়ে তার বাবা কাজিপুর উপজেলা বিএনপি প্রতিষ্ঠিতা সভাপতি আফজাল হোসেন সরকারের করব জিয়ারত করে নির্বাচনের প্রচারণা শুরু করেন। এরপর কাজিপুর উপজেলার চালিতাডাঙ্গা ও সোনামুখী ইউনিয়নের বিভিন্ন বাজার ও তার আশেপাশেট এলাকায় তিনি নির্বাচনী গণসংযোগ চালান।

এসময় বিএনপি প্রার্থী সেলিম রেজা বলেন, আন্দোলনের অংশ হিসেবে আমরা এ নির্বাচনে অংশ নিয়েছি। এ নির্বাচন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির নির্বাচন, এ নির্বাচন দেশনায়ক তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের নির্বাচন, এ নির্বাচন মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার নির্বাচন। তাই যত বাধাই আসুক না কেন আমরা নির্বাচনের শেষ পর্যন্ত থাকবো এবং নির্বাচন কমিশনকে আহ্বান জানাবো মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার সার্থে একটু সুন্দর নির্বাচন যেনো তারা পরিচালনা করেন।
এমএস ইসলাম

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]