03/15/2025 গাজীপুরে কমিউটার ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত
রাজটাইমস ডেস্ক
২৮ অক্টোবর ২০২০ ২০:৫৬
গাজীপুরে ঢাকাগামী কমিউটার ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হওয়ায় সাময়িক বন্ধ রয়েছে উত্তরবঙ্গের সাথে ঢাকার রেল যোগাযোগ।
বুধবার (২৮ অক্টোবর) বেলা ১১টার দিকে মহানগরীর ধীরাশ্রম রেলস্টেশনের দক্ষিণ পাশে আউটার সিগন্যালে এ ঘটনা ঘটে।
এ সময় ট্রেনের ইঞ্জিনের তিনটি চাকা লাইনচ্যুত হয়ে যায়।
বেলা পৌনে ১১টার দিকে ঢাকাগামী কমিউটার ট্রেনটি ধীরাশ্রম স্টেশন ত্যাগ করে আউটার সিগন্যাল এলাকা অতিক্রমকালে ট্রেনের ইঞ্জিনের তিনটি চাকা লাইনচ্যুত হয় বলে জানান জয়দেবপুর রেল জংশনের স্টেশনমাস্টার মো. শাহজাহান।
ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হওয়ায় উভয় দিকে বিভিন্ন স্টেশনে চারটি ট্রেন আটকা পড়ে আছে। ঢাকা থেকে উদ্ধারকারী ট্রেন গাজীপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছে। লাইনচ্যুত ইঞ্জিনটি লাইনে তোলা হলে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।