161

03/14/2025 ৪ মহানগরীতে কোরবানির হাট না বসাতে সুপারিশ

৪ মহানগরীতে কোরবানির হাট না বসাতে সুপারিশ

রাজশাহী টাইমস

১১ জুলাই ২০২০ ০২:০৭

পবিত্র ঈদুল আজহা বা কোরবানি উপলক্ষে দেশের অন্যতম চার প্রধান নগরীতে কোন পশু হাট না বসানোর জন্য পরামর্শ দিয়েছেন করোনাভাইরাস মোকাবেলায় সরকার গঠিত বিশেষজ্ঞ উপদেষ্টা কমিটির সদস্যরা। এ চারটি মহানগরী হচ্ছে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও চট্টগ্রাম।

আজ শুক্রবার ওই কমিটির এক ভার্চুয়াল সভায় পরামর্শের সিদ্ধান্ত নেওয়া হয়।

সভা শেষে কমিটির চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন। ওই সভায় করোনাভাইরাস প্রতিরোধে আরো বেশ কিছু পরামর্শ তুলে ধরা হয়।

একটি কমিটি ওই সভায় চার মহানগরী থেকে অন্য কোনো স্থানে যাতায়াত বন্ধ রাখার জন্য সরকারকে পরামর্শ দিয়েছে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]