16187

05/14/2024 যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়ে কোথায় গণতন্ত্র এনেছে: পররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়ে কোথায় গণতন্ত্র এনেছে: পররাষ্ট্রমন্ত্রী

রাজ টাইমস ডেস্ক :

১২ অক্টোবর ২০২৩ ২২:৩১

সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা নীতির সমালোচনা পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘আমি (মার্কিন কর্মকর্তা) তাদের প্রশ্ন করেছিলাম তোমরা নিষেধাজ্ঞা দিয়ে কোন দেশে গণতন্ত্র এনেছো?

তোমরা নাইজেরিয়া, কম্বোডিয়া, হাঙ্গেরিতে নিষেধাজ্ঞা দিয়েছিলে। কোথাও কি তোমরা সফল হয়েছো? উত্তরে জানিয়েছে, কোথাও না। সুতরাং এগুলো অকাম।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) তিনি তার দপ্তরে সংবাদ সম্মেলনে সাংবাদিকের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন।

যুক্তরাষ্ট্র নতুন করে বাণিজ্যিকসহ কোনো ধরনের নিষেধাজ্ঞা দেবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নতুন নিষেধাজ্ঞার বিষয়ে আমি কিছু জানি না। দেবে কি না, সেটাও জানি না।

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানের সঙ্গে আলোচনা প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানের সঙ্গে আমাদের সুন্দর আলোচনা হয়েছে। তারা মাঝপথে থেমে গেছে বলে যে সংবাদ বেরিয়েছে, তা মিথ্যা ও বানোয়াট।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]