16239

04/19/2025 দেশটাকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে সরকার: মুফতি রেজাউল করীম

দেশটাকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে সরকার: মুফতি রেজাউল করীম

রাজ টাইমস

১৪ অক্টোবর ২০২৩ ২১:১৫

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, বিনাভোটের সরকার দেশটাকে লুটেপুটে খেয়ে ফেলছে। দেশের কৃষক-শ্রমিক ও মেহনতী মানুষের টাকা আত্মসাৎ করে বিদেশে বেগম পাড়া তৈরি করেছে। দেশটাকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে এ সরকার।

শনিবার (১৪ অক্টোবর) বিকেলে রাজশাহীর সাহেব বাজার জিরোপয়েন্টে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ পীর সাহেব চরমোনাই বলেছেন, দেশ আজ চরম ক্লান্তিকাল অতিক্রম করছে। স্বাধীনতার ৫৩ বছরপরও স্বাধীনতার স্লোগান“সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার কোথাও কোন লেশমাত্র নেই বললেই চলে। বিনা ভোটের সরকার দেশটাকে লুটেপুটে খেয়ে ফেলছে। দেশের কৃষক, শ্রমিক ও মেহনতী মানুষের টাকা আত্মসাৎ করে বিদেশে বেগমপাড়া তৈরি করেছে। দেশটাকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে এই আওয়ামী ফ্যাসিবাদি সরকার। বিদ্যুৎ ও গ্যাসসহ সকল নিত্যপণ্যের দাম ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে।

তিনি সরকারকে লক্ষ্য করে বলেন; আপনি নাকি অনেক উন্নয়ন করেছেন! তাহলেতো মানুষ আপনাকে ভোট দিয়ে আবার ক্ষমতায় আনবে। কিন্তু আমার প্রশ্ন হলো মানুষ যেহেতু আপনাকে ভোট দিয়ে আবার ক্ষমতায় বসাবে,তাহলে একটিঅ বাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দিতে আপনার ভয় কিসের? বোঝা গেলোআপনি দেশের উন্নয়ন করেননি। আপনি উন্নয়ন করেছেন আপনার দলীয় লোকদের যারা লক্ষ কোটি কোটি টাকা বিদেশে পাচার করে আঙ্গুল ফুলিয়ে কলাগাছ নয় বটগাছে পরিণত হয়েছে।

তিনি আরো বলেন; অতীতের মতো দিনের ভোট রাতে নিয়ে ক্ষমতায় থাকার চিন্তা ভাবনা বাদ দিয়ে আগামী জাতীয় নির্বাচন জাতীয় সরকারের অধীনে দেয়ার ব্যবস্থা করেন,অন্যথায় এদেশের জনগণ ঐক্যবদ্ধভাবে আপনার পতন নিশ্চিত করবে ইনশাআল্লাহ।

শনিবার বিকেলে সাহেব বাজার (জিরোপয়েন্ট) রাজশাহীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ, রাজশাহী জেলা ও মহানগর শাখার উদ্যোগে মহানগর সভাপতি হাফেজ মাওলানা মুরশিদ আলম ফারুকী এর সভাপতিত্বে “অথর্ব প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ ও ব্যর্থ নির্বাচন কমিশন বাতিল, সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতির প্রবর্তন, বিদ্যুৎ ও গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ক্রমবর্ধমান উর্ধগতি নিয়ন্ত্রণ এবং বিদ্যমান রাজনৈতিক সংকট উত্তরণে সংসদ ভেঙ্গে দিয়ে জাতীয় সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের দাবিতে”বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন; অধ্যাপক আশরাফ আলী আকন, প্রেসিডিয়াম সদস্য, ইসলামী আন্দোলন বাংলাদেশ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন; ইসলামী আন্দোলন বাংলাদেশ, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা আবুল কালাম আজাদ; ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ, কেন্দ্রীয়সহ-সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মাদ সিদ্দিকুর রহমান; ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল মুফতী মানসুর আহমাদ সাকী; ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল ইউসুফ আহমাদ মানসুরসহ জেলা ও মহানগর নেতৃবৃন্দ।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]