16255

04/22/2025 বগুড়ায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

বগুড়ায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

রাজ টাইমস ডেস্ক :

১৫ অক্টোবর ২০২৩ ১৭:২১

বগুড়ার কাহালু উপজেলার মুরইল ইউনিয়নের বড়মহর শিমুলিয়া গ্রামে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। তবে এতে কোনো হতাহত হয়নি।

রোববার (১৫ অক্টোবর) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।

সামরিক বাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে ঘটনাটি নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রশিক্ষণের সময় পিটি-৬ বিমান ভূপতিত হয়। দুর্ঘটনায় পাইলট দুজন সুস্থ আছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে বিমানটি একটি বাঁশঝাড়ে পড়ে যায়। বিমানে দুইজন পাইলট ছিলেন। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধারের পর বিমান বাহিনীর সদস্য তাদেরকে নিয়ে যান।

কাহালু থানার ওসি মাহামুদ হাসান জানান, বড়মহর গ্রামের একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। তবে কেউ হতাহত হয়নি।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]