16259

03/17/2025 গাজায় নিহতের সংখ্যা বেড়ে ২৪৫০

গাজায় নিহতের সংখ্যা বেড়ে ২৪৫০

রাজ টাইমস ডেস্ক :

১৫ অক্টোবর ২০২৩ ২৩:২২

ইসরায়েল-হামাস সংঘাতে গাজায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৪৫০ জনে। আহত হয়েছে আরও ৯ হাজার ২০০ জন। রোববার সবশেষ আপডেটে এ তথ্য নিশ্চিত করেছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়।

এদিকে সরকারি তথ্যমতে ইসরায়েলে হামাসের হামলায় নিহতের সংখ্যা ১ হাজার ৪০০ জনের দাঁড়িয়েছে।

বিবিসির প্রধান আন্তর্জাতিক সংবাদদাতা লাইসে ডুসেট বলেছেন, ইসরায়েল দক্ষিণ গাজায় পানি সরবরাহের ইঙ্গিত দিয়েছে। ধারণা করা হচ্ছে বেসামরিক নাগরিকদের জন্য সম্ভাব্য নিরাপদ এলাকা হিসেবে প্রস্তুত করা হচ্ছে গাজা।

এই সিদ্ধান্ত রোববার বাংলাদেশ সময় রাত ৯টার দিকে ইসরায়েলের জ্বালানি মন্ত্রী নিশ্চিত করেছেন বলে জানিয়েছে বিবিসি। এর মাধ্যমে গাজায় পানি সরবরাহের নিষেধাজ্ঞার অবসান হতে যাচ্ছে বলে জানিয়েছে বিবিসি।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]