16269

03/17/2025 ফিলিস্তিন-ইসরাইল যুদ্ধে নিহত ৪ হাজার ছাড়িয়েছে

ফিলিস্তিন-ইসরাইল যুদ্ধে নিহত ৪ হাজার ছাড়িয়েছে

রাজ টাইমস ডেস্ক :

১৬ অক্টোবর ২০২৩ ১৪:১০

গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস ও ইসরাইলের মধ্যে চলমান সংঘাতে ৪ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন। গত এক সপ্তাহ ধরে চলা এ যুদ্ধে আহত হয়েছেন আরো অন্তত ১৪ হাজার ৩০০ জন।

সোমবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানোনো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, মৃত্যুনগরীতে পরিণত হয়েছে গাজা। প্রতিনিয়ত বাড়তেই আছে হতাহতের সংখ্যা। ছিাড়িয়ে যাচ্ছে আগের দিনের সংখ্যাকে।

এদিকে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলের বিমান হামলায় গাজায় কমপক্ষে ২ হাজার ৬৭০ ফিলিস্তিনি নিহত এবং ৯ হাজার ৬০০ জন আহত হয়েছেন। নিহতের মধ্যে সাত শতাধিক শিশু ও পাঁচ শতাধিক নারী রয়েছে বলেও জানানো হয়।

স্বাস্থ্য মন্ত্রণালয় আরো জানিয়েছে, দখলকৃত পশ্চিম তীরে নিহত হয়েছেন ৫৭ জন এবং আহত হয়েছেন ১ হাজার ২০০ জন।

ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, চলমান এ সংঘাতে ১ হাজার ৪০০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৩ হাজার ৫০০ জন।

ইসরাইলি সেনাবাহিনী আর এক বিবৃতিতে জানিয়েছে, ৭ অক্টোবর শুরু হওয়া এ হামলায় ইসরাইলের ২৯১ জন সেনা সদস্য নিহত হয়েছেন।

এখন পর্যন্ত যত ফিলিস্তিনি নিহত হয়েছেন তাদের মধ্যে ৬৬ শতাংশই নারী ও শিশু বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

উল্লেখ্য, গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস ইসরাইলের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছে বলে ঘোষণা করে। এর প্রতিরোধে পাল্টা হামলা শুরু করে ইসরাইল।

এক বিবৃতিতে হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ দেইফ বলেন, গত শনিবার (৭ অক্টোবর) সকালে ইসরাইলে পাঁচ হাজার রকেট বর্ষণের মাধ্যমে 'অপারেশন আল-আকসা স্ট্রম' শুরু হয়েছে। এ সময় ইসরাইল গাজা থেকে অনুপ্রবেশের কথা স্বীকার করে।

সূত্র : আল-জাজিরা

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]