16281

03/15/2025 রাবির মন্নুজান হলে বঙ্গবন্ধুর কর্নার উদ্বোধন

রাবির মন্নুজান হলে বঙ্গবন্ধুর কর্নার উদ্বোধন

রাবি প্রতিনিধি:

১৬ অক্টোবর ২০২৩ ২১:২৯

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) মন্নুজান হলে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৬ অক্টোবর) বিকাল সাড়ে ৪টায় হলটির মেইন গেইট সংলগ্ন একটি কক্ষে কর্নারটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার।

পরে হলরুমে বঙ্গবন্ধু জীবনীর উপর শুরু হয় আলোচনা সভা। এসময় হলের চারজন শিক্ষার্থীকে 'শাহানারা হোসেন লিডারশীপ' বৃত্তি প্রদান করা হয়।

ফারসি বিভাগের শিক্ষার্থী তাবাসসুম জান্নাতের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. হুমায়ুন কবীর বলেন, আমরা বিশ্বাস করি বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ আর বাংলাদেশ মানেই বঙ্গবন্ধু। তাই মন্নুজান হলে বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন করায় আমরা মন্নুজান হল কতৃপক্ষকে ধন্যবাদ জানাই।

তিনি আরও বলেন, বাংলাদেশ আজকে বঙ্গবন্ধু কন্যার হাত ধরে অনেক দূর এগিয়ে এসেছে। ১৯৭১ সালে দেশ স্বাধীন হওয়ার পর থেকে বর্তমানে ডিজিটাল বাংলাদেশ রুপান্তরিত হয়েছে যেটি সম্ভব হয়েছে একমাত্র বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্য। আজকে সেই মহান ব্যক্তির নামে কর্ণার উদ্বোধন করা হয়েছে। তার জীবনের আদর্শ ও কর্ম আমাদের নিজেদের জীবনে পতিত করে এবং আমাদের আশেপাশে সকলকে মেনে চলার আহ্বান করতে হবে। তাহলেই বঙ্গবন্ধুর ১৩ বছর কারাবাস সার্থক হবে এবং তার সোনার বাংলা নির্মাণের স্বপ্ন বাস্তবায়ন হবে।

প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার বলেন, কর্নার উদ্বোধন করলেই চলবে না, বঙ্গবন্ধুকে পড়তে হবে। বঙ্গবন্ধু নিজেই বলেছেন, শুধু জয় বাংলা স্লোগান দিলে হবে না পড়াশোনা করতে হবে। আমাদের দেশে কত নেতা আসবে, কিন্তু বঙ্গবন্ধুর মতো কেউ আসবে না। যে দেশ ও জাতির মুক্তির পথপ্রদর্শক ছিলেন। বঙ্গবন্ধু দূরবর্তী চিন্তা করতে পারতেন তার বিষয়ে বলে শেষ করা যাবে না। সাড়ে সাত কোটি মানুষের মনের ভিতর মুক্তিযুদ্বের যে চেতনা তিনি জাগিয়ে ছিলেন তাতেই তাঁর স্বার্থকতা।

এসময় রাবি উপাচার্য বঙ্গবন্ধুর জীবনীর উপর লেখা প্রাথমিক তিনটি বই সকল শিক্ষার্থীকে পড়ার আহ্বান জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে মন্নুজান হলের প্রাধ্যক্ষ ড. রাশিদা খাতুনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক ড. মো. সুলতান-উল- ইসলাম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. অবাইদুর রহমান প্রামাণিক, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. সফিকুন্নবী সামাদী, সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ বোরাক আলী, জনসংযোগ প্রশাসক অধ্যাপক ড. প্রদীপ কুমার পাণ্ডে, হল প্রাধ্যক্ষ পরিষদের আহবায়ক অধ্যাপক ড. জয়ন্ত রাণী বসাক, বিভিন্ন হলে প্রাধ্যক্ষরা এবং হলের প্রায় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]