1638

09/21/2024 অবস্থান ধর্মঘটে নেসকো পিসরেট কর্মচারী অসুস্থ

অবস্থান ধর্মঘটে নেসকো পিসরেট কর্মচারী অসুস্থ

নিজস্ব প্রতিবেদক

৩০ অক্টোবর ২০২০ ০১:০২

তৃতীয় দিনের মত অবস্থান ধর্মঘট করে চলছে রাজশাহী ও রংপুর বিভাগে অস্থায়ী (পিসরেট) ভিত্তিতে নিয়োজিত সকল মিটার পাঠক ও বিল বিতরণকারীদের অধিকার আদায়ের জন্য সংশ্লিষ্ট কর্মচারীদের। মঙ্গলবার থেকে পিসরেট কর্মচারী ঐক্য পরিষদ উত্তরাঞ্চল, নেসকো লিমিটেড, রাজশাহী ও রংপুরের ব্যানারে রাজশাহীর হেতেমখাঁ এলাকায় অবস্থিত নেসকো কার্যালয়ের প্রধান ফটকের সামনে এই অবস্থান কর্মসূচি পালন করছেন তারা।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) অবস্থান ধর্মঘট চলাকালে কয়েকজন অসুস্থ হয়ে পড়লে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) ভর্তি করা হয়। অন্যান্যদের মধ্যে পিসরেট ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মাসুম খান গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়াও সিরাজগঞ্জের সাদেক আলীও রামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সংগঠনের সভাপতি আবুল হোসেন রাজটাইমস২৪ ডট কমকে জানান, তাদের দাবি যোগ্যতার ভিত্তিতে বিভিন্ন শূন্য পদের বিপরীতে চাকুরী স্থায়ী করা। সংশ্লিষ্ট কর্মচারীদের কথাগুলো দাবি আকারে তুলে ধরে চলতি বছরের জানুয়ারি থেকে নেসকোর কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। তবে এতো দিনেও এবিষয়ে কোন সুরাহা হয়নি। দুইবার কর্তৃপক্ষ বসতে চেয়েও তাদের সাথে বসেনি।

কর্মচারীরা রাষ্ট্র ও জনগণের স্বার্থে তাদের কাজ বন্ধ রাখেননি। করোনা পরিস্থিতির মধ্যেও তারা কাজ চালিয়ে গেছেন। তবে যেহেতু কর্তৃপক্ষ তাদের দাবির প্রতি উদাসিন। তাই ২৭ অক্টোবর থেকে ২৯ অক্টোবর ৩দিন কর্মবিরতি পালন করছেন তারা। এর মধ্যে দাবি মানা না হলেও আগামীতে আরো বৃহৎ কর্মসূচি দেয়া হবে বলেও কর্মচারীদের এই সংগঠনের পক্ষ থেকে জানানো হয়। এসংক্রান্ত দাবি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, বিভাগীয় কমিশনারসহ সরকারি বিভিন্ন দপ্তরে প্রেরণ করা হয়েছে।

অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন সংগঠনের সহসভাপতি মাসুদ রানা, পিসিরেট কর্মচারী ঐক্য পরিষদ নেতা কবির হোসেন, আনোয়ার হোসেন, সোহেল রানা, জাইদুর রহমান জিতু, মামুন অর রশিদ, আসলাম, বাবু, আব্দুল মান্নান প্রমুখ।

কাফি/০৬

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]