16392

04/04/2025 এবার ইসরাইলি আগ্রাসনের কঠোর নিন্দা জানালেন বলিউড অভিনেত্রী

এবার ইসরাইলি আগ্রাসনের কঠোর নিন্দা জানালেন বলিউড অভিনেত্রী

রাজ টাইমস

২১ অক্টোবর ২০২৩ ১১:২২

ফিলিস্তিনের ওপর ইসরাইলের বর্বর হামলার নিন্দা জানিয়েছেন বলিউডের সাবেক অভিনেত্রী সানা খান।

শুক্রবার জিও নিউজের উর্দু ভার্সনের এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সেখানে জানানো হয়েছে- সাধারণত সামাজিক যোগাযোগমাধ্যম সব বিষয়ে সরব সানা খান। কিন্তু ফিলিস্তিন ইস্যুতে যখন অন্য ধর্মের তারকারাও ইসরাইলের প্রতি নিন্দা জানাচ্ছিলেন, তখন চুপ ছিলেন তিনি। তারপর থেকে শুরু হয় তার সমালোচনা। অবশেষে অপেক্ষা শেষ হলো এবং মুখ খুললেন সানা খান।

সানা খান ছোট্ট একটি ফিলিস্তিনি শিশুর ছবি ইনস্টাগ্রামের স্টোরিতে শেয়ার করেছেন। আর তার ক্যাপশনে তিনি লিখেছেন, ‘নিষ্ঠুর ও লজ্জাহীনেরা হাসপাতাল ও নিষ্পাপ শিশুদের টার্গেট করে হামলা করেছে। আর এই হামলাকে তারা বলছে- ‘প্রতিরক্ষা’।’

ইসরাইলকে উদ্দেশ করে তিনি লিখেছেন, ‘দুশ্চিন্তা করো না। তোমরা সবাই জাহান্নামে নিজেদের জন্য বিশেষ জায়গা তৈরি করছো।’

আরেকটি স্টোরিতে সানা খান লিখেছেন, ‘অতীতে ফিলিস্তিনের সাথে ছিলাম, বর্তমানে আছি এবং ভবিষ্যতেও থাকব।’

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]