16426

04/21/2025 ৭০০ পর্যটক নিয়ে সেন্টমার্টিন থেকে ফেরার পথে ডুবচরে জাহাজ আটকা

৭০০ পর্যটক নিয়ে সেন্টমার্টিন থেকে ফেরার পথে ডুবচরে জাহাজ আটকা

রাজ টাইমস

২২ অক্টোবর ২০২৩ ১৬:৫৮

কক্সবাজারের সেন্টমার্টিন থেকে টেকনাফে ফেরার পথে পর্যটকবাহী জাহাজ ‘বার আউলিয়া’ সাগরে ইঞ্জিন বিকল হয়ে আটকা পড়েছে। জাহাজটিতে প্রায় ৭০০ পর্যটক আছেন বলে জানা গেছে।

রোববার বিকেলে সাড়ে ৩টার দিকে সেন্টমার্টিন থেকে ৫ কিলোমিটার দূরে শাহপরীর দ্বীপের কাছাকাছি পৌঁছালে নাফনদীর ডুবচরে জাহাজটি আটকা পড়ে। এর আগে জাহাজটি যাত্রী নিয়ে দুপুর সাড়ে ১২টার দিকে সেন্টমার্টিনে পৌঁছায়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) টেকনাফ অঞ্চলের ট্রাফিক সুপারভাইজার জহির উদ্দিন ভূঁইয়া বলেন, ‘সেন্টমার্টিন থেকে টেকনাফে ফেরার পথে পর্যটকবাহী জাহাজ বার আউলিয়া ইঞ্জিন বিকল হয়ে কিছুক্ষণ আটকা ছিল। পরে এক ইঞ্জিন নিয়ে টেকনাফে রওনা করছে বলে শুনেছি। এর আগে সকালে কেয়ার ক্লোজ অ্যান্ড ডাইন পর্যটকবাহী জাহাজও ইঞ্জিন সমস্যার কারণে সেন্ট মার্টিনে আধাঘণ্টা দেরিতে পৌঁছায়।

সেন্ট মার্টিন দ্বীপের ইউপি সদস্য খোরশেদ আলম বলেন, ‘বিকেলে দ্বীপে ফেরার পথে সাগরের মাঝখানে পর্যটকবাহী জাহাজ বার আউলিয়া আটকা থাকতে দেখেছি। তবে কী কারণে জাহাজটি আটকা ছিল, জানা নেই।’

এ প্রসঙ্গে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা আদনান চৌধুরী বলেন, ‘জাহাজ আটকা পড়ার খবর শুনেছি। তবে কি কারণে এ ঘটনা ঘটছে খতিয়ে দেখছি।’

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]