1643

09/19/2024 সারাবিশ্বে রেকর্ড সংখ্যক করোনা সংক্রমন

সারাবিশ্বে রেকর্ড সংখ্যক করোনা সংক্রমন

রাজটাইমস ডেস্ক

৩০ অক্টোবর ২০২০ ২০:০৭

বিশ্ব মহামারী প্রাণঘাতী করোনাভাইরাসের প্রকোপ আবারো ভয়াবহ অবস্থার দিকে ধাবিত হচ্ছে। বিভিন্ন দেশে করোনার প্রকোপ অনেকটা কমে যাওয়ার মধ্যেই ইউরোপের দেশগুলোতে সংক্রমণের ঊর্ধ্বগতি দেখা দিয়েছে।

সারা বিশ্বে গত ২৪ ঘন্টায় ভাইরাসটি রেকর্ড সংখ্যক আক্রমণ করেছে। ৫ লাখের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। যা এ পর্যন্ত বিশ্বজুড়ে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড।

আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে প্রকাশ, গত ১৫ অক্টোবর বিশ্বে প্রথমবারের মতো দৈনিক শনাক্ত ৪ লাখ অতিক্রম করে। তার ১৫ দিন পার না হতেই বুধবার এ সংখ্যা ৫ লাখ ছাড়াল।

ঋতু পরিবর্তন হওয়ায় ভয়াবহ রূপ ধারণ করছে ভাইরাসটি। উত্তর গোলার্ধে শীত চলে আসায় বেশিরভাগ পশ্চিমা দেশ এবং লাতিন আমেরিকার একাংশে গত কয়েক সপ্তাহ ধরেই করোনা ফের অতিমারীতে রূপ নিয়েছে। ভাইরাসটির সংক্রমণের নতুন ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে। দৈনিক শনাক্তে নিত্যনতুন রেকর্ড হচ্ছে ইউরোপের কোথাও কোথাও । যে কারণে স্পেন, জার্মানি, ফ্রান্স ও ইতালি ফের লকডাউনে চলে যেতে বাধ্য হচ্ছে। 

গত ২৪ ঘন্টায় ইউরোপের দেশ ফ্রান্সে রেকর্ড ৫০ হাজারের বেশি মানুষ কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হয়েছে। করোনার সেকেন্ড ওয়েভ মোকাবেলায় ইউরোপের অনেক দেশের সরকারক কঠোর বিধিনিষেধ আরোপ নিয়ে কথা বলছেন।

রয়টার্স সূত্রে জানা গেছে, দুই সপ্তাহের ব্যবধানে ইউরোপে দৈনিক আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হয়ে গেছে। কেবল বুধবার মহাদেশটিতে প্রথমবার ২৪ ঘণ্টায় আড়াই লাখের বেশি রোগী শনাক্ত হয়েছে।

করোনার প্রাদুর্ভাবে নাজেহাল যুক্তরাষ্ট্রে এখনো ভয়াবহ অবস্থা। এদিকে করোনায় সবচেয়ে বেশি বিপযস্ত দেশ যুক্তরাষ্ট্রে গত শুক্রবারও ৮৪ হাজারের বেশি নতুন রোগী শনাক্ত হয়েছে। দেশটির প্রায় সব অঞ্চলে সংক্রমণের ঊর্ধ্বগতি দেখা গেছে।

চলমান প্রেসিডেন্ট নির্বাচনের ডামাডোলে বিব্রতকর পরিস্থিতিতে মার্কিন প্রশাসন। ডোনাল্ড ট্রাম্প প্রশাসন বিধিনিষেধ কঠোর করে অর্থনৈতিক কার্যক্রম সীমিত করতে নারাজ।

দেশটির স্বাস্থ্য গবেষকরা সতর্ক করে বলেছেন মাস্ক বাধ্যতামূলক না করা হলে দেশটিতে ফেব্রুয়ারির মধ্যে মৃত্যু ৫ লাখ ছাড়িয়ে যেতে পারে।

সর্বশেষ আপডেট হিসেবে আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারসে দেয়া তথ্য বলছে, শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছে ৪ কোটি ৫৩ লাখ ৬০ হাজার ৫৮২ জন। এ পর্যন্ত ১১ লাখ ৮৬ হাজার ৬০৯ জনের প্রাণহানি ঘটেছে এই ভাইরাসে। করোনামুক্তি ঘটেছে ৩ কোটি ৩০ লাখ ৩ হাজার ৬৯৪ জনের।

  • এসএইচ
প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]