16451

03/17/2025 লেবাননের সীমান্তবর্তী আরো ১৪ শহরের লোকজন সরিয়ে নিচ্ছে ইসরাইল

লেবাননের সীমান্তবর্তী আরো ১৪ শহরের লোকজন সরিয়ে নিচ্ছে ইসরাইল

রাজ টাইমস ডেস্ক :

২৩ অক্টোবর ২০২৩ ১৮:৫৩

ইসরাইল-লেবানন সীমান্তে উত্তেজনার মধ্যে রোববার সীমান্তের কাছে আরো ১৪টি শহরের লোকজন সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসরাইল। যা এক সপ্তাহের মধ্যে খালি করা শহরের মোট সংখ্যা ৪৩টিতে দাঁড়িয়েছে।

বার্তা সংস্থা আনাদোলু অ্যাজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

একটি যৌথ বিবৃতিতে ইসরাইলি প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সেনাবাহিনী ঘোষণা করেছে, প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট উচ্ছেদ পরিকল্পনার সম্প্রসারণের অনুমোদন দিয়েছেন।

বিবৃতিতে বলা হয়েছে, ‘এই সিদ্ধান্ত স্থানীয় পৌরসভার মেয়র, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাথে সংযুক্ত জাতীয় জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মাধ্যমে কার্যকর করা হবে।’

১৬ অক্টোবর ইসরাইল ২৮টি শহরের লোকজন সরিয়ে নেয়ার ঘোষণা দেয়। তারপরে কিরিয়াত শমোনা শহরটি যুক্ত করে সংখ্যাটি ২৯-এ নিয়ে আসে।

ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামলার মধ্যে ইসরাইলি বাহিনী ও হিজবুল্লাহর মধ্যে গুলি বিনিময়ের সাথে সাথে ইসরাইল ও লেবাননের সীমান্তে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

সূত্র : মিডেল ইস্ট মনিটর

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]