16454

04/21/2025 ২০২৪ সালে সরকারি ছুটি বাইশ দিন

২০২৪ সালে সরকারি ছুটি বাইশ দিন

রাজ টাইমস ডেস্ক :

২৩ অক্টোবর ২০২৩ ১৯:১৭

চলতি বছরের মতো আগামী বছরেও সরকারিভাবে বাইশ দিন ছুটির অনুমোদন দিয়েছে সরকার।

সোমবার (২৩ অক্টোবর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে ২০২৪ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন দেয়া হয়।

সভা শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন এক ব্রিফিংয়ে এ তথ্য জানান।

তিনি বলেন, প্রতি বছরে শেষের দিকে এসে পরবর্তী বছরের ছুটির তালিকা করা হয়। আগামী বছরের ছুটির তালিকা মন্ত্রিসভা অনুমোদন করেছে।

‘২০২৪ সালে ২২ দিন সরকারি ছুটি থাকবে। এরমধ্যে দুই দিন শুক্রবারে পড়েছে। ধর্মীয় কারণে ঐচ্ছিক ছুটিও থাকবে’, যোগ করেন তিনি।

২০২৩ সালেও ২২ দিন সরকারি ছিল। তারমধ্যে শুক্র-শনিবারে আট দিন ছুটি পড়েছিল।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]