16477

05/19/2024 ঢাকায় গান গাইবেন নচিকেতা

ঢাকায় গান গাইবেন নচিকেতা

রাজ টাইমস

২৪ অক্টোবর ২০২৩ ১৬:৪৮

আধুনিক বাংলা গানের জীবনমুখী ধারার এক অগ্রগণ্য শিল্পী নচিকেতা। কিশোর বয়সে তার গানে আবেগী হওয়া মানুষের সংখ্যাই হয়তো বেশি। এবার ‘নিলাঞ্জনা’ খ্যাত শিল্পী ঢাকা আসছেন দর্শকের মন জয় করতে।

‘আজব রেকর্ড ও আজব কারখানা’র উদ্যোগেই নচিকেতা ঢাকা আসবেন বলে জানা গেছে।

আগামী ১০ নভেম্বর রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউট মিলনায়তনে (কেআইবি) তে গাইবেন নচিকেতা।

‘নচিকেতা লাইভ ইন ঢাকা উইথ জয় শাহরিয়ার’ নামে অনুষ্ঠানটি পরিচালিত হবে। তবে অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি।

প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতার তথ্য মতে, ‘নচিকেতা বাংলাদেশে আসার সবকিছু চূড়ান্ত হয়ে গেছে। আগামী ১০ নভেম্বর তিনি আসছেন। ভক্তদের প্রত্যাশা পুরন হবে এই অনুষ্ঠানের মাধ্যমে।

সংগীত জীবনে নচিকেতার রয়েছে বেশ জনপ্রিয়তা। জীবনমুখী বাংলা গানে তিনি বিশ্বসেরা। এছাড়াও তিনি হিন্দি ও অন্যান্য ভাষায়ও বেশ কয়েকটি গান গেয়েছেন। একক অ্যালবাম ছাড়াও তিনি যৌথ অ্যালবাম এবং সিনেমার গান গেয়ে থাকেন এবং বেশ খ্যাতিও অর্জন করেছেন।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]