16480

05/17/2024 দেবী দুর্গার বিদায়ের সুর, শুরু প্রতিমা বিসর্জন

দেবী দুর্গার বিদায়ের সুর, শুরু প্রতিমা বিসর্জন

রাজ টাইমস

২৪ অক্টোবর ২০২৩ ১৭:৩১

দশমীর বিহিত পূজা ও সিঁদুর খেলা শেষে দুপুর থেকে রাজশাহী বড়কুঠি মুন্নুজান ঘাট ও মুক্তমঞ্চ ঘাটে শুরু হয়েছে প্রতিমা বিসর্জন। ভারাক্রান্ত মন, চোখে একরাশ জল নিয়ে মাকে বিদায় জানাচ্ছেন ভক্ত অনুরাগীরা। এদিকে বিসর্জন উপলক্ষে ঘাটগুলোতে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা।

রাজশাহী নগরীর বিড়দা কালী বাড়ি মন্দিরের ভক্ত কৃষা জয়সোয়াল বলেন, মায়ের বিদায় ক্ষণে মন যতই খারাপ হোক না কেন, সিঁদুর খেলার মাধ্যমে হাসিমুখে মাকে বিদায় জানাতে হচ্ছে।

এবার রাজশাহীতে ৪৬৮টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া প্রতিমা বিসর্জনের জন্য প্রস্তুত করা হয়েছে প্রায় অর্ধশত ঘাট। এরই মধ্যে প্রস্তুত রাখা ঘাটে শুরু হয়েছে প্রতিমা বিসর্জন।

রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার জামিরুল ইসলাম বলেন, বিসর্জনকে ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়াও মাঠে রয়েছে সাদা পোশাকে গোয়েন্দা পুলিশ। আমরা বিসর্জনের জন্য কোনো সময় বেঁধে না দিলেও সন্ধ্যার আগে আগেই বিসর্জন শেষ করতে চাই।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]