03/14/2025 রাজশাহীতে বাস চাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত
নিজস্ব প্রতিবেদক :
১১ জুলাই ২০২০ ০৪:০২
রাজশাহী শহরে আজ শুক্রবার রাত পৌনে আটটার দিকে বাসের চাপায় অটোরিকশার দুজন যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন। গুরুতর আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে।
রাজশাহী নগরীর শাহ মখদুম থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম সরকার জানান, নওদাপাড়া থেকে অটোরিকশা ও বাস শহরের দিকে যাচ্ছিলো। বাসটি অটোরিকশাকে পেছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান। মৃতদের মধ্যে একজন নারী রয়েছেন। নিহত বা আহত কারও পরিচয় জানা যায়নি।