04/04/2025 শিক্ষকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক
৩১ অক্টোবর ২০২০ ০৫:১১
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) এক শিক্ষকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন করেছে আবি আম্মার রহমান নামে এক ব্যক্তি।
সংবাদ সম্মেলন তিনি রুয়েটের গ্লাস অ্যান্ড সিরামিক ইঞ্জিনিয়ারিং (জিসিই) বিভাগের অধ্যাপক মো. শামীমুর রহমান এর বিরুদ্ধে তিনি এ অভিযোগ করেন।
এ ঘটনায় জমি দখলের অভিযোগ অস্বীকার করে ড. শামীমুর রহমান দাবি করেছেন, তিনি কারও জমি জোর করে দখল করেননি। বরং তিনিও টাকা দিয়ে জমি ওই কিনেছেন।
আবি আম্মার শুক্রবার বিকালে নগরীর একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।
অধ্যাপক ড. শামীমুর রহমান বলেন, যারা সংবাদ সম্মেলন করেছেন তারা নুরুজ্জামান শেখ নামে এক ব্যক্তির কাছ থেকে জমি কিনেছেন। নুরুজ্জামান মারা গেছেন। মৃত্যুর আগে তিনি খোদেজা বেগমের কাছেও জমি বিক্রি করেন। আমি জমি কিনেছি এই খোদেজা বেগমের কাছ থেকে। আমি কারও জমি দখল করিনি।