16515

03/17/2025 হামাসের বিরুদ্ধে যুদ্ধ : ইসরাইলের প্রতিদিনের খরচ ২৫ কোটি ডলার!

হামাসের বিরুদ্ধে যুদ্ধ : ইসরাইলের প্রতিদিনের খরচ ২৫ কোটি ডলার!

রাজ টাইমস ডেস্ক :

২৬ অক্টোবর ২০২৩ ০৯:৪১

সাড়ে ২৪ কোটি ডলারের বেশি! বিপুল পরিমাণ। গত ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। এই যুদ্ধে দেশটির প্রতিদিন স্থানীয় মুদ্রায় ১০০ কোটি শেকেল বা ২৪ কোটি ৬০ লাখ ডলারের মতো খরচ হচ্ছে বলে জানা গেছে।

ইসরাইলের অর্থমন্ত্রী বুধবার স্থানীয় এক রেডিও চ্যানেলে সাক্ষাৎকার দিতে গিয়ে এই তথ্য জানিয়েছেন।

ইসরাইলের অর্থমন্ত্রী জানান, যুদ্ধের কারণে ২০২৩-২৪ অর্থবছরের জাতীয় বাজেট এখন অপ্রাসঙ্গিক হয়ে পড়ল। নতুন করে সব ভাবতে হবে। জানা গেছে, যুদ্ধের কারণে আংশিকভাবে পঙ্গু অর্থনীতির উপর পরোক্ষ খরচের পরিমাণটা এখনো হিসেবের মধ্যে ধরেনি প্রশাসন।

হামাসের সঙ্গে সংঘাতের কারণে ইসরাইলে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে বলে জানা গিয়েছে। অর্থনীতি ও নিরাপত্তা পরিস্থিতিতে এই প্রভাব আরো ব্যাপকভাবে ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা। এর আগে গত সপ্তাহে আন্তর্জাতিক ঋণমান নির্ণয়কারী এক সংস্থা ইসরাইলের অর্থনীতির নেতিবাচকতার পূর্বাভাস দিয়েছিল। তবে সাথে এটাও জানানো হয়েছিল, ইসরাইলের উপর আন্তর্জাতিক সমর্থন তার অর্থনীতিতে এই নেতিবাচক প্রভাব কিছুটা কমাবে।

সূত্র : জি নিউজ

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]