1652

04/11/2025 আশ্বাসে রাজশাহী বিভাগের পরিবহন ধর্মঘট স্থগিত

আশ্বাসে রাজশাহী বিভাগের পরিবহন ধর্মঘট স্থগিত

নিজস্ব প্রতিবেদক

৩১ অক্টোবর ২০২০ ০৫:২১

রাজশাহীর বিভাগের আট জেলায় আগামী রোববার (১ নভেম্বর) থেকে ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট স্থগিত করা হয়েছে।

শুক্রবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে বিভাগীয় পরিবহন মালিক-শ্রমিকদের যৌথ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

পরে সন্ধ্যায় রাজশাহী সড়ক পরিবহন গ্রুপ অফিসে সংবাদ সম্মেলন করে কর্মসূচি স্থগিতের তথ্য জানানো হয়। এসময় সভায় রাজশাহীর বিভাগীয় কমিশনার মো. হুমায়ুন কবীর খন্দকার, রাজশাহী রেঞ্জ পুলিশের প্রতিনিধি, রাজশাহী বিভাগীয় সড়ক পরিবহন মালিক-শ্রমিক যৌথ কমিটির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, বিভাগীয় মালিক শ্রমিক যৌথ কমিটির সভাপতি সাফকাত মঞ্জুর বিপ্লবসহ পরিবহন নেতৃবৃন্দ ও প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে মালিক-শ্রমিক নেতৃবৃন্দ জানান, রাজশাহী বিভাগীয় কমিশনার মো. হুমায়ুন কবীর খোন্দকার পরিবহন মালিক-শ্রমিকদের ৮ দফা দাবি গুরুত্বের সাথে বিবেচনা করে পর্যায়ক্রমে সমাধানের মৌখিক আশ্বাস দেয়ায় আগামী ১ নভেম্বরের কর্মসূচি স্থগিত করা হলো।

উল্লেখ্য, গত ২৪ অক্টোবর বগুড়ায় পরিবহন মালিক-শ্রমিকদের যৌথ কমিটির সভা থেকে  ১ নভেম্বর থেকে রাজশাহী বিভাগের ৮ জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দেয় মালিক-শ্রমিক নেতৃবৃন্দ।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]