16567

05/14/2024 মহাসমাবেশ ঘিরে জামায়াতের নতুন নির্দেশনা

মহাসমাবেশ ঘিরে জামায়াতের নতুন নির্দেশনা

রাজ টাইমস ডেস্ক :

২৮ অক্টোবর ২০২৩ ১১:০০

আজ ২৮ অক্টোবর। মতিঝিল শাপলা চত্বরে মহাসমাবেশ করতে চায় বাংলাদেশ জামায়াতে ইসলামী। যার জন্য সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে দলটি। পুলিশ এখনো অনুমতি না দিলেও যেকোন মূল্যে মহাসমাবেশ করতে চায় জামায়াত। যার জন্য দলের নেতাকর্মীদের দেওয়া হয়েছে নির্দেশনা।

শনিবার (২৮ অক্টোবর) জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের প্রচার ও মিডিয়া সম্পাদক আশরাফুল আলম ইমন এক বার্তায় কালবেলাকে নির্দেশনার বিষয়টি নিশ্চিত করেছেন।

বার্তায় শনিবার দুপুর ১টার মধ্যে শাপলা চত্বরে সকল নেতাকর্মীদের উপস্থিত থাকার নির্দেশনা দেওয়া হয়।

শাপলা চত্বর থেকে একদিকে দৈনিক ইত্তেফাক মোড়, মতিঝিল সিটি সেন্টার, অপরদিকে ফকিরাপুল পর্যন্ত জায়গাজুড়ে মহাসমাবেশ করবে বলে জানিয়েছেন জামায়াত নেতা ইমন।

মহাসমাবেশ ঘিরে জামায়াতের নতুন নির্দেশনা আশরাফুল আলম ইমন / সমাবেশ হবেই, আক্রমণ করলে আত্মরক্ষা করব কোন প্রকার বাধা ছাড়াই আজকের মহাসমাবেশ অনুষ্ঠিত হবে জানিয়ে তিনি বলেন সকলকে ধৈর্যের সাথে যে কোন পরিস্থিতি মোকাবেলা করার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে শুক্রবার রাতে ২৮ অক্টোবর শনিবার বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোষিত মহাসমাবেশ সর্বাত্মকভাবে সফল করতে হবে এবং কেয়ারটেকার সরকারের অধীনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন দিতে সরকারকে বাধ্য করতে হবে।

তিনি বলেন, অনির্বাচিত অবৈধ সরকার জগদ্দল পাথরের মতো জাতির ঘাড়ে চেপে বসেছে। এই সরকারের পতন ঘটানো ছাড়া জনগণের অধিকার প্রতিষ্ঠিত করা যাবে না। জামায়াতের মহাসমাবেশ বানচাল করার জন্য কোনো কোনো মহলের পক্ষ থেকে নানাভাবে গুজব ও মিথ্যা তথ্য ছড়িয়ে জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে।

ভারপ্রাপ্ত আমির বলেন, আমি দেশবাসীকে সরকারি-বেসরকারি মহলের কোনো প্রকার গুজবে কান না দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। কোনো মানুষকে ভয় না করে শুধু আল্লাহকে ভয় করে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে জামায়াত ঘোষিত মহাসমাবেশে দলে দলে যোগদান করে সর্বাত্মকভাবে সফল করে তোলার জন্য আমি সংগঠনের সব জনশক্তি এবং দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।

যতই প্রতিবন্ধকতা তৈরি করুন ২৮ অক্টোবর শাপলা চত্বরে মহাসমাবেশ বন্ধ করা যাবে না এবং বর্তমান সরকারের পতন ঘটিয়ে কারাগারে থাকা আলেমদের মুক্ত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]