16595

04/21/2025 বায়তুল মোকাররমে বাসে আগুন

বায়তুল মোকাররমে বাসে আগুন

রাজ টাইমস ডেস্ক :

২৯ অক্টোবর ২০২৩ ০৯:৪৬

রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ এলাকায় একটি বাসে অগ্নি সংযোগ করেছে দুর্বৃত্তরা। রোববার (২৯ অক্টোবর) সকেলে ‘শিকড়’ পরিবহনের বাসটি আগুনে পুড়ে যায়। এ ঘটনায় হতাহতের খবর আসেনি।

রোববার (২৯ অক্টোবর) সকাল পৌনে নয়টার দিকে এ ঘটনা ঘটেছে। দুর্বৃত্তদের পরিচয় নিশ্চিত হতে পারেনি পুলিশ। এ ঘটনায় সন্দেহভাজন কাউকে আটক করাও সম্ভব হয়নি।

একজন প্রত্যক্ষদর্শী জানান, বাসটি রানিং থাকা (চলমান) অবস্থায় আগুন জ্বলতে শুরু করে। গাড়িতে কোনো যাত্রী ছিল না। কাউকে নামতেও দেখিনি। হঠাৎ করেই অগ্নি সংযোগ করা হয়।

অগ্নি সংযোগের প্রাথমিক পর্যায়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভাতে সক্ষম হয়েছে। তবে বাসটির বেশির ভাগ অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]