04/21/2025 রাজশাহীতে বিএনপির ৭০ নেতাকর্মী গ্রেপ্তার
রাজ টাইমস ডেস্ক :
২৯ অক্টোবর ২০২৩ ১১:০১
বিএনপি ও জামায়াতের ডাকা হরতালে রাজশাহীতে সকাল থেকে যান চলাচল অনেকটা স্বাভাবিক রয়েছে। আন্তঃজেলায় চলাচলকারী বাসগুলো ছাড়তে শুরু করে সকাল ৮ টা থেকেই। তবে দূর পাল্লার বাসগুলো এখনও ছাড়েনি।
কাউন্টার থেকে বলা হচ্ছে নিরাপত্তাজনিত কারণে তারা গাড়ি আপাতত বন্ধ রেখেছেন। এখন পর্যন্ত কোথাও কোন হরতালের সমর্থনে মিছিল কিংবা পিকেটিং এর খবর পাওয়া যায়নি।
পুরো নগরীজুড়ে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থায় রয়েছে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে মোড়ে মোড়ে বিভিন্ন পয়েন্টে বিপুল পরিমাণে পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। রাজশাহীর সাহেব বাজার জিরো পয়েন্ট, সিএনবি, রেল গেটসহ বিভিন্ন জায়গায় পুলিশের টহল রয়েছে চোখে পড়ার মতো।
বাস মালিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা বলেছে বাস স্বাভাবিক রাখতে কাজ করছেন। তবে অনেকই বলছেন, রাস্তায় যাত্রী চলাচল কম থাকায় বাস রাস্তায় বের করে তাদের লোকসান গুণতে হচ্ছে।
বর্তমানে আন্তঃজেলা উপজেলা কিংবা অফিসগামী মানুষের চলাচলের জন্য একমাত্র মাধ্যম হিসেবে অটোরিকশা ও সিএনজি সহ ছোট ছোট যানবাহন ব্যবহার করছেন।
এদিকে হরতাল প্রতিরোধের ঘোষণা করে নগরীর মোড়ে মোড়ে অবস্থান নিয়েছে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বিএনপির জ্বালাও পোড়াও এর বিরুদ্ধে বেলা ১২টায় নগরীর সাহেব বাজার এবং বেলা ৩টায় নগরীর লক্ষ্মীপুরে শান্তি সমাবেশ করার কথা রয়েছে দলটির।
এদিকে হরতালে নাশকতার পরিকল্পনাকারী হিসেবে রাজশাহী মহানগর বিএনপির সদস্য সচিব মামুন অর রশীদ সহ অন্তত ৭০ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
মহানগর পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার জানান, নাশকতার অভিযোগে গত ২৪ ঘণ্টায় মহানগরীর ১২ থানা এলাকা থেকে অন্তত ৭০ বিএনপির নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।