16600

03/17/2025 স্পেনে গির্জায় যৌন নির্যাতনের শিকার দুই লাখ শিশু!

স্পেনে গির্জায় যৌন নির্যাতনের শিকার দুই লাখ শিশু!

রাজ টাইমস ডেস্ক :

২৯ অক্টোবর ২০২৩ ১১:০৬

স্পেনের একটি ক্যাথলিক গির্জায় যাজকদের হাতে আনুমানিক দুই লাখের বেশি শিশু যৌন নিপীড়নের শিকার হয়েছে। রোমান ক্যাথলিক পাদ্রিরা ১৯৪০ সাল থেকে এই পরিমাণ শিশুদের ওপর নিপীড়ন চালিয়ছেন। স্বাধীন একটি কমিশনের তদন্ত প্রতিবেদনে একথা জানানো হয়েছে।

দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, প্রতিবেদনে একটি নির্দিষ্ট পরিসংখ্যান দেওয়া হয়নি। তবে এতে বলা হয়েছে, তারা আট হাজারেরও বেশি প্রাপ্তবয়স্কের ওপর পরিচালিত জরিপে দেখেছেন, এদের শূন্য দশমিক ৬ শতাংশ শৈশবে পাদ্রিদের যৌন নির্যাতনের শিকার হয়েছেন। এই সংখ্যাটি স্পেনের তিন কোটি ৯০ লাখ প্রাপ্তবয়স্ক জনসংখ্যার হিসাবে প্রায় দুই লাখ হয়।

স্পেনের জাতীয় ন্যায়পাল অ্যাঞ্জেল গ্যাবিলন্ডো প্রতিবেদন উপস্থাপনের জন্য ডাকা সংবাদ সম্মেলনে জানিয়েছেন, গির্জার সাধারণ সদস্যদের হাতে নিপীড়নের শিকার হিসাব করা হলে এই অনুপাত বেড়ে ১ দশমিক ১৩ শতাংশে পৌঁছায়। সেই হিসাবে যৌন নিপীড়নের শিকার শিশুর সংখ্যা চার লাখ ছাড়িয়ে যায়।

স্পেনের ন্যায়পালের নজিরবিহীন এক সরকারি তদন্তে বেরিয়ে এসেছে এমন তথ্য। শুক্রবার স্পেনের পার্লামেন্টে এই তদন্ত প্রতিবেদন উপস্থাপন করা হয়। এতে নিপীড়নের শিকার হওয়া শিশুদের ওপর বিপর্যকর প্রভাব পড়ার কথা উল্লেখ করা হয়েছে।

স্পেনের ন্যায়পাল অ্যাঞ্জেল গ্যাভিলোন্দো শিশু নিপীড়নের এই ঘটনায় ব্যবস্থা না নেওয়া, নিপীড়নের ঘটনা ধামাচাপা দেওয়া এবং অস্বীকার করার জন্য গির্জার সমালোচনা করেছেন। তিনি বলেন, 'গির্জা চুপ থাকার কারণেই এমন নিপীড়নের ঘটনা ঘটা সম্ভব হয়েছে।'

বিবিসি জানিয়েছে, স্পেনের কংগ্রেস গতবছর গির্জায় যৌননিপীড়নের ঘটনা তদন্ত করে দেখার নির্দেশ দেয়। ৭০০ পাতার এই তদন্ত প্রতিবেদনে জরিপ চালিয়ে এর ফল প্রকাশ করা হয়েছে। তদন্ত কমিশন ৮ লাখ মানুষের ওপর জরিপ চালায়।

এতে দেখা গেছে, নমুনা হিসাবে নেওয়া দেশের প্রাপ্তবয়স্ক মানুষদের শূন্য দশমিক ৬ শতাংশই শৈশবে গির্জায় যাজকের হাতে যৌন নিপীড়নের শিকার হওয়ার কথা জানিয়েছেন।

গির্জার আওতাধীনে পরিচালিত প্রতিষ্ঠানগুলোকে অন্তর্ভুক্ত করে নিপীড়নের অভিযোগের বিষয়ে বক্তব্য নেওয়ার পর দেখা যায়, এ হার আরও বেড়েছে। ১ দশমিক ১৩ শতাংশ মানুষ (৪ লাখের বেশি) বলেছে, গির্জা ও এর আওতাধীন প্রতিষ্ঠানগুলোতে যৌন নিপীড়নের শিকার হয়েছে তারা।

রোমান ক্যাথলিক গির্জার বিরুদ্ধে গত ২০ বছর ধরে বিশ্বজুড়ে যৌন নির্যাতনের অভিযোগ উঠছে। যৌন নির্যাতনের শিকার অধিকাংশই শিশু।

স্পেন ঐতিহ্যগতভাবে ক্যাথলিক খ্রিস্টান দেশ। সম্প্রতি দেশটি অত্যন্ত ধর্মনিরপেক্ষ হয়ে উঠেছে। এর ফলশ্রুতিতে সাম্প্রতিক বছরগুলোতে গির্জার হাতে শৈশবে যৌন নির্যাতনের শিকার ব্যক্তিরা মুখ খুলতে শুরু করেছেন।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]