16617

05/17/2024 বেগুন কেটে পাওয়া গেল ১১ লাখ টাকার হেরোইন

বেগুন কেটে পাওয়া গেল ১১ লাখ টাকার হেরোইন

রাজ টাইমস

২৯ অক্টোবর ২০২৩ ১৬:০১

র‌্যাবের অভিযানে হেরোইনসহ এক মাদক কারবারিকে আটক করছে র‌্যাব-৫। অভিনব কায়দায় বেগুনের ভেতরে এই হেরোইন পাচার করা হচ্ছিল। জব্দ করা হেরোইনের আনুমানিক মূল্য ১১ লাখ টাকা।

শুক্রবার গভীর রাতে রাজশাহী রেলওয়ে স্টেশন এলাকা থেকে হেরোইনসহ ওই মাদক কারবারিকে আটক করা হয়। আটক রুহুল আমিন (৪৩) রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার চরভূবনপাড়া গ্রামের মৃত সাবেয়ার রহমানের ছেলে।

শনিবার সকালে র‌্যাব-৫ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব সদস্যরা রাজশাহী রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে রুহল আমিন। তবে তাকে ধাওয়া করে ধরা হয়। এরপর তার কাছে থাকা প্লাস্টিকের বস্তার ভেতর কয়েকটি বেগুন পাওয়া যায়। বেগুনগুলোর মধ্যে দুটি বেগুন বিশেষ কায়দায় কেটে তার ভেতরে দুই প্যাকেটে ১০৫ গ্রাম হেরোইন লুকিয়ে রাখা ছিল। যার আনুমানিক মূল্য ১১ লাখ টাকা।

পরে রুহুল আমীনকে আটক করে র‌্যাব-৫ এর সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাকে রাজশাহী জিআরপি থানায় সোপর্দ করা হয়। রুহুলের বিরুদ্ধে জিআরপি থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]