1665

03/15/2025 বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে কিশোরীকে ধর্ষণচেষ্টা

বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে কিশোরীকে ধর্ষণচেষ্টা

রাজটাইমস ডেক্স

৩১ অক্টোবর ২০২০ ১৪:২১

নোয়াখালীর সেনবাগ উপজেলায় চলন্ত রিকশায় বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে এক কিশোরীকে ধর্ষণের চেষ্টা করেছে স্থানীয় তিন বখাটে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার নবীপুর ইউনিয়েনর ৩নং ওয়ার্ডের বড়চারিগাও গ্রামের চৌরাস্তার উত্তরে ঠাকুর বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ওই কিশোরীর বাবা বাদী হয়ে সেনবাগ থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। ভুক্তভোগীর ভাষ্যমতে, বড়চারিগাও গ্রামের তিন বখাটে এ ঘটনার সঙ্গে জড়িত। পুলিশ, ভুক্তভোগী পরিবার মামলার স্বার্থে এখনই আসামিদের নাম প্রকাশ করছে না।

সেনবাগ থানার ওসি আব্দুল বাতেন মৃধা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভুক্তভোগী কিশোরী ফেনীর দাগনভূঞা উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের নিজ বাড়ি থেকে বাবার সঙ্গে নোয়াখালীর সেনবাগ উপজেলার ৮নং বীজবাগ ইউনিয়নে নানার বাড়িতে যাচ্ছিল। যাওয়ার পথে তিন বখাটে কিশোরীর বাবাকে মারধর করে ওই কিশোরীকে রিকশা থেকে তুলে তাকেও মারধর করে ঠাকুর বাড়ির সামনে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। পরে ওই কিশোরীর বাবা স্থানীয় এলাকাবাসীর সহায়তায় তাৎক্ষণিক তার মেয়েকে উদ্ধার করে।

তিনি আরো জানান, এ ঘটনায় ভুক্তভোগীয় ভাষ্যমতে ধর্ষণচেষ্টার অভিযোগে ৩ জনকে আসামি করে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং অভিযুক্ত আসামিদের গ্রেপ্তারে পুলিশ জোর চেষ্টা চালাচ্ছে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]