1668

09/19/2024 আজ থেকে ভারত-বাংলাদেশ বিমান চলাচল শুরু

আজ থেকে ভারত-বাংলাদেশ বিমান চলাচল শুরু

রাজটাইমস ডেস্ক

৩১ অক্টোবর ২০২০ ২৩:৫৮

বিশ্ব মহামারী প্রাণঘাতী করোনাভাইরাস প্রাদুর্ভাবে দীর্ঘ সাত মাসের বেশি সময় বন্ধের পর রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আবার ভারতে ফ্লাইট শুরু করতে যাচ্ছে। আজ থেকে দেশটির কলকাতায় নিয়মিত ফ্লাইট চালাবে বিমান।

শনিবার (৩১ অক্টোবর) এয়ারলাইনসের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির এ তথ্য জানানো হয়েছে।

এয়ারলাইনসের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভারতের কলকাতায় ১ নভেম্বর থেকে বিমানের নিয়মিত ফ্লাইট চলবে।  ভারতে যাওয়ার পর নিজ খরচে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে যাত্রীদের।

যাত্রীবাহীদের দেশ ছাড়ার পূর্বেই করোনা পরীক্ষা করতে হবে বলে জানানো হয়। এছাড়া করোনা পরীক্ষা ও ভ্রমণ-সংক্রান্ত যাবতীয় তথ্য বিমানের ওয়েবসাইটে (www.biman-airlines.com) পাওয়া যাবে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে সংস্থাটি।

প্রসঙ্গত, মহামারী প্রকোপ দেশে বিস্তার লাভ করার পর গত ১২ মার্চ থেকে ভারতের সঙ্গে বিমানের ফ্লাইট চলাচল বন্ধ করা হয়।

  • এসএইচ
প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]