04/04/2025 বিশ্ববসতি দিবসে রাসিক-ব্রাকের যৌথ আলোচনা সভা
রাজটাইমস ডেস্ক
১ নভেম্বর ২০২০ ০০:৪৭
বিশ্ববসতি দিবস উপলক্ষে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) ও ব্র্যাকের যৌথ আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) দুপুরে নগর ভবনের সিটি হল সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
“মুজিব বর্ষের অঙ্গিকার সবার জন্য বাসস্থান” এই অঙ্গীকার বাস্তবায়নে এবারের প্রতিপাদ্য ছিল ‘সবার জন্য আবাসন : ভবিষ্যতের উন্নত নগর’।
দেশজুড়ে রাজশাহী নগরীর পরিচ্ছন্নতার সুনামের বিষয় তুলে ধরে আলোচনা সভায় বক্তারা বলেন, আগামীতে সিটি কর্পোরেশনের প্রতিটি ওয়ার্ডে প্রান্তিক জনগোষ্ঠীর সকল মানুষের জন্য নিরাপদ, স্বাস্থ্যসম্মত, বাসযোগ্য বাসা গড়ে উঠবে বলে আশা করি। সেই লক্ষ্যে মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের নেতৃত্বে রাজশাহী সিটি কর্পোরেশন কাজ করে যাচ্ছে। এক্ষেত্রে ব্র্যাক সহযোগী হিসেবে কাজ করছে।
কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এ. বি. এম শরীফ উদ্দীনের সভাপতিত্বে সভার প্রধান অতিথি রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের পক্ষে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু।
এ সময় স্বাগত বক্তব্য পেশ করেন ব্র্যাকের ডিস্ট্রিক কো-অর্ডিনেটর মহসীন রেজা। পাওয়ার পয়েন্ট প্রেজেনট্রেশন দেন ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের আঞ্চলিক সমন্বয়কারী ফারজানা পারভীন। মঞ্চে উপবিষ্ট ছিলেন রাসিকের সচিব আবু হায়াত মো. রহমতুল্লাহ ও প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন।
অনুষ্ঠানের সূচনা হয় সোনাদিঘি জামে মসজিদের পেশ ইমাম মাওলানা ক্বারী মোঃ মামুনুর রশিদের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে। সভায় রাজশাহী সিটি কর্পোরেশনের কাউন্সিলরবৃন্দ ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।