16718

04/21/2025 সিরাজগঞ্জে গম বোঝাই ট্রাকে আগুন

সিরাজগঞ্জে গম বোঝাই ট্রাকে আগুন

রাজ টাইমস

১ নভেম্বর ২০২৩ ১৮:২৩

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় একটি গম বোঝাই ট্রাকে আগুন দিয়েছে কে বা কারা। এ ঘটনায় কেউ হতাহত না হলেও গমসহ পুরো ট্রাক পুড়ে গেছে।

মঙ্গলবার (৩১ অক্টোবর) রাত ১০টার দিকে বগুড়া-নগরবাড়ী মহাসড়কে উপজেলার ষোল মাইল তবারীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। রায়গঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আশিকুর রহমান জানান, ঢাকা থেকে নওগাঁগামী একটি গম বোঝাই ট্রাক ঘটনাস্থলে পৌঁছলে কে বা কারা এতে আগুন দিয়ে পালিয়ে যায়। গমসহ পুরো ট্রাক পুড়ে গেছে। এরই মধ্যে নিয়ন্ত্রণে এসেছে আগুন।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। ব্যবস্থা নেওয়া হবে।’

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]