04/21/2025 টিয়ার শেল ছুড়ে শ্রমিকদের আন্দোলন ছত্রভঙ্গ করল পুলিশ
রাজ টাইমস ডেস্ক :
৪ নভেম্বর ২০২৩ ১২:২৫
সাভারের আশুলিয়ায় টিয়ার শেল ছুড়ে আন্দোলন ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। শনিবার (৪ নভেম্বর) সকালে শুরু হওয়া এ আন্দোলনে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু করেছে।
মজুরি বাড়ানোর দাবিতে আন্দোলন রত শ্রমিকদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করছে ও জল কামানও ব্যবহার করছে। সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন।
পুলিশ জানায়, সকাল সাড়ে আটটার দিকে প্রায় এক হাজার শ্রমিক সড়ক অবরোধের চেষ্টা করলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের বাধা দেয়।
আশুলিয়া শিল্প পুলিশ-১-এর অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদ নাসের জনি বলেন, সকালে আশুলিয়ায় পোশাক কারখানা খোলার পর শ্রমিকরা হাজিরা দিয়ে কারখানা থেকে বের হয়ে রাস্তায় জড়ো হচ্ছিলেন। পুলিশ তাদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতার চেষ্টা করলে সংঘর্ষের সূত্রপাত হয়।