16792

04/22/2025 রাজশাহীর বিশিষ্ট গাইনি চিকিৎসক ডা. ফাতেমা সিদ্দিকা ‘নাশকতা’ মামলায় গ্রেফতার

রাজশাহীর বিশিষ্ট গাইনি চিকিৎসক ডা. ফাতেমা সিদ্দিকা ‘নাশকতা’ মামলায় গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক :

৪ নভেম্বর ২০২৩ ১৪:৫৬

রাজশাহীর প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ও ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ রাজশাহীর সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. ফাতেমা সিদ্দিকাকে অবশেষে বিস্ফোরক আইনের মামলায় গ্রেফতার দেখিয়েছে পুলিশ।

শনিবার সকালে নগরীর শাহমখদুম থানার পুলিশ এই তথ্য নিশ্চিত করে।

এর আগে শুক্রবার সন্ধ্যায় ‘গোপন বৈঠক’ হওয়ার তথ্য পেয়ে রাজশাহীর নগরীর বড়বনগ্রাম এলাকার তাঁর নিজ বাড়িতে অভিযান চালায়। কিন্তু কাউকে না পেয়ে পুলিশ তাঁকে ‘জিজ্ঞাসাবাদের জন্য’ থানায় নিয়ে যায়। জিজ্ঞাসাবাদ শেষে ‘জামায়াত-শিবিরের সঙ্গে সম্পৃক্ততা’ ও তাদের ‘অর্থের যোগানদাতা’ হিসেবে তথ্য উদ্ধার করে।

পুলিশ জানায়, ডা. ফাতেমা সিদ্দিকা জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। জিজ্ঞাসাবাদে তার সম্পৃক্ততা পাওয়া যায়। তাঁর বিরুদ্ধে দায়েরকৃত এজাহারে চলতি বছরের মে মাসে শাহমখদুম থানায় করা বিস্ফোরক আইনের একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

রাজশাহীতে প্রসূতি ও স্ত্রীরোগ এবং ইনফার্টিলিটি বিশেষজ্ঞ হিসেবে যে কয়জন চিকিৎসকের নামডাক রয়েছে তাদের মধ্যে ডা. ফাতেমা সিদ্দিকা অন্যতম। মাদারল্যান্ড ইনফার্টিলিটি সেন্টার নামে তার একটি হাসপাতাল রয়েছে।

গত ৪ এপ্রিল ডা. ফাতেমা সিদ্দিকার কাছ থেকে ১০ লাখ টাকা ঘুষ নেয়ার সময় রাজশাহীর উপ-কর কমিশনার মহিবুল ইসলাম ভুঁইয়াকে গ্রেফতার করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ নিয়ে দুদক মামলা করে। এ মামলায় আসামি মহিবুল এখনো কারাগারে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]