03/13/2025 ফের লকডাউনে যুক্তরাজ্য
রাজটাইমস ডেস্ক
১ নভেম্বর ২০২০ ১৭:৪৮
ফের ভয়ংকর রুপে বিশ্ব মহামারী করোনাভাইরাস। ভাইরাসটির প্রকোপ বেড়ে যাওয়ায় দ্বিতীয়বারের মতো গোটা যুক্তরাজ্যজুড়ে লকডাউন ঘোষণা করা হয়েছে। খবর বিবিসি
দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন শনিবার (৩১ অক্টোবর) এই লকডাউন ঘোষণা করেন। আগামী বৃহস্পতিবার থেকে পরবর্তী ৪ সপ্তাহের জন্য নতুন করে এ লকডাউন ঘোষণা করা হয়।
ঘোষণায় তিনি বলেন, এবারের ক্রিসমাসটা একটু অন্য রকম হবে, কিন্তু আমাদের সবার স্বার্থে তা মেনে নিতে হবে। খবর বিবিসির।
তবে ঘোষিত লকডাউনে বন্ধ হচ্ছে না স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়।স্বাস্থ্যবিধি মেনে তা খোলা রাখা যাবে। রেস্তোরাঁ, জিম, অপ্রয়োজনীয় দোকানপাট বন্ধ থাকবে।
পরিস্থিতি স্বাভাবিক হলে আগামী ২ ডিসেম্বর থেকে এ লকডাউন তুলে নেয়া হবে।