16808

03/18/2025 ইসরাইলি হামলায় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে ৪৬

ইসরাইলি হামলায় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে ৪৬

রাজ টাইমস ডেস্ক :

৫ নভেম্বর ২০২৩ ০৮:৪১

ইসরাইলি হামলায় গাজায় এ পর্যন্ত ৪৬ সাংবাদিক নিহত হয়েছেন। হামাসের বিরুদ্ধে ইসরাইলের যুদ্ধ শুরুর পর থেকে এসব সাংবাদিক নিহত হন। গাজার সরকারি মিডিয়া অফিসের একজন মুখপাত্র এ খবর দিয়েছেন।

গাজার আল-শিফা হাসপাতালের বাইরে এক সংবাদ সম্মেলনে তিনি প্রশ্ন তোলেন যে আন্তর্জাতিক সম্প্রদায় এবং আন্তর্জাতিক সাংবাদিকরা কোথায়? কেন তারা গাজার সাংবাদিক ও গণমাধ্যম কর্মকর্তারা যে শত্রুতার মুখোমুখি হচ্ছেন সে সম্পর্কে কথা বলছেন না?

ওই মুখপাত্র বলেন, গাজায় আক্রমণ করার ক্ষেত্রে সব ধরনের সীমা অতিক্রম করা হয়েছে। এসব অপরাধ নথিভুক্ত করা হয়েছে।

তিনি বলেন, আমরা অসংখ্য দাবির একটি তালিকা তৈরি করব না। আন্তর্জাতিক সম্প্রদায়কে আমরা যা বলতে চাই তা হচ্ছে, আপনি যদি মানুষ হন এবং আপনি যদি এখানকার লোকদেরকে আপনার মতো মানুষ হিসেবে দেখেন, তবে আপনার মানবতা দেখান এবং যা সঠিক তার পক্ষে দাঁড়ান।

সূত্র : আনাদোলু এজেন্সি

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]