16840

04/21/2025 বাংলামোটরের পর পল্লবীতেও বাসে আগুন

বাংলামোটরের পর পল্লবীতেও বাসে আগুন

রাজ টাইমস ডেস্ক :

৫ নভেম্বর ২০২৩ ২০:৪৭

রাজধানীর বাংলামোটরের পর পল্লবীতেও একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রোববার সন্ধ্যা ৭টার দিকে শিকড় পরিবহণের একটি বাসে আগুন দেওয়া হয়।

পল্লবী ফায়ার স্টেশনের ওয়্যারহাউজ কর্মকর্তা আব্দুল খালেক জানান, সন্ধ্যা ৭টার দিকে পল্লবীতে শিকড় পরিবহণের একটি বাসে আগুন দেওয়া হয়। ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানান তিনি।

এর আগে সন্ধ্যা ৬টা ২৮ মিনিটে বাংলামোটরে দুর্বৃত্তরা একটি বাসে আগুন দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে সক্ষম হয়।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন জানান, বাংলামোটরের বাসে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নেভানোর কাজ করে।

পুলিশ জানায়, আগুন দেওয়ার সঙ্গে সঙ্গে যাত্রীরা বাস থেকে নেমে পড়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এ নিয়ে আজ রাজধানীতে অন্তত চারটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটল।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]