04/21/2025 ভারত থেকে বাংলাদেশে এলো ৬২ হাজার ডিম
রাজ টাইমস ডেস্ক :
৫ নভেম্বর ২০২৩ ২০:৫৭
যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে এই প্রথম ডিম আমদানি করা হয়েছে। আজ রবিবার বিকালে ভারতীয় একটি মালবাহী ট্রাকে ২৯৫ পাকেজে ৬১ হাজার ৯৫০ পিস (৩ দশমিক ৫ মেট্রিক টন) ডিম আমদানি করা হয়। যার আমদানিকৃত মূল্য ৩ লাখ ২৮ হাজার দুইশ ২০ টাকা।
বেনাপোল কাস্টমস কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা কলিমোল্লা বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘রবিবার বিকালে ভারতীয একটি ডিমের চালান বেনাপোল বন্দরে প্রবেশ করেছে। বন্দর থেকে দ্রত খালাস দেওয়া হবে’।
সিএন্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, ভারত থেকে একটি মালবাহী ট্রাকে ২৯৫ পাকেজে ৬১৯৫০ পিস ডিমের একটি ট্রাক বন্দর প্রবেশ করেছে। যার সিএন্ডএফ এজেন্ট এমই এন্টারপ্রাইজ। ডিম আমদানি করেছে বিডিএস করপোরেশন নামের একটি প্রতিষ্ঠান।