16869

03/17/2025 রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের ১৯ সেনা নিহত

রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের ১৯ সেনা নিহত

রাজ টাইমস ডেস্ক :

৬ নভেম্বর ২০২৩ ১৯:০২

রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় গত সপ্তায় জাপোরিঝিয়া অঞ্চলে ফ্রন্ট লাইনে ১৯ ইউক্রেনী সেনা নিহত হয়েছে। ইউক্রেনের ১২৮তম অ্যাসল্ট ব্রিগেড এ তথ্য নিশ্চিত করেছে। সেনারা একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ছিল। খবর আলজাজিরার।

সেনা নিহত হওয়ার খবরের পর ইউক্রেনীয় কর্তৃপক্ষ হামলার তদন্তের নির্দেশ দিয়েছে। একটি ইস্কান্দার-এম ক্ষেপণাস্ত্র দিয়ে ওই সমাবেশে হামলা করা হয়েছিল বলে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে।

স্থানীয় ব্যাটালিয়নের একজন কমান্ডার রুসলান কাগানেটস বলেন, ‘রাশিয়ানরা হামলা চালানোর সময় তারা লাইনে ছিল। যার ফলে অফিসার এবং সৈন্যদের মধ্যে অনেক হতাহতের ঘটনা ঘটেছে।’

রোববার ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ‘এটি একটি ট্র্যাজেডি যা এড়ানো যেত।’

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]